জাহাজের তলায় ১৪ দিন ঝুলে ৪ নাইজেরীয়র ইউরোপযাত্রা, ব্রাজিলে গিয়ে স্বপ্নভঙ্গ
আটলান্টিক মহাসাগরের হাত ছোঁয়া দূরত্বে থেকে দুই সপ্তাহ টিকে থাকা ছিল অত্যন্ত বিপজ্জনক। ফ্রাইডে বলেন, সাগরে পড়ে যাওয়া ঠেকাতে রাডারের চারপাশে জাল তৈরি করে একটি দড়ি দিয়ে নিজেদের বেঁধে রেখেছিলেন তারা। নিচে তাকিয়ে দেখা যেত তিমি, হাঙরের মতো বড় প্রাণী। আঁটসাঁট অবস্থা এবং ইঞ্জিনের শব্দের কারণে ঘুমান ছিল অসম্