নির্বাচন কমিশন পাগল হইছে: কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আজকাল বেনজীর বলে এক লোকের নাম শোনা যাচ্ছে, দুনিয়ায় তার হায়রে হায় পাওয়ার! এখন সে শুয়ে পড়েছে। আমার জীবনে আমি দেখলাম, যে মানুষ অন্যায় করেছে, দুই দিন আগে হোক আর পরে হোক, তাকে অপমানিত হতেই হয়েছে। এত টাকা-পয়সা, সবকিছু এখন জব্দ।’