Ajker Patrika

জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান: সখীপুরের এমপির উদ্দেশে আ. লীগ নেতা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৪, ২৩: ০৩
জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান: সখীপুরের এমপির উদ্দেশে আ. লীগ নেতা

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের জিহ্বা কেটে ফেলার হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু। আজ শনিবার বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। 

যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম আতিকুর রহমানসহ এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে ইউপি সদস্যরা এ প্রতিবাদ সভার আয়োজন করে। 

সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে উদ্দেশ করে আকরাম হোসেন কিসলু বলেন, ‘আপনাকে আমি সাবধান করে দিতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনো দিন কোনো কথা বলেন, আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান।’ 

তিনি আরও বলেন, অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পাঁয়তারা করছেন। তাঁকে প্রতিহত করা হবে। 

এ ছাড়া প্রতিবাদ সভায় বক্তারা হামলার ঘটনায় দোষীদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। এ সময় যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ। 
 
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। এতে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ৯ জন আহত হন। পরে বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের অনুসারী দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। মামলা দুটি তদন্তাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত