Ajker Patrika

সখীপুরে একসঙ্গে ৬ সন্তান প্রসব, ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২০: ৩৫
সখীপুরে একসঙ্গে ৬ সন্তান প্রসব, ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের গৃহবধূ সুমনা আক্তার (২৪) পরপর ছয়টি সন্তান প্রসব করেন। সুমনা ওই গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী।

শিশুদের মা সুমনা বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। শিশুগুলোর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে। তবে ঘণ্টাখানেকের মধ্যে সবগুলোই মারা গেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রবাসী ফরহাদের মামা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। 

সুমনার পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার কালমেঘা কড়ইচালা গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে একই উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের সুমনার বিয়ে হয়। পাঁচ মাস আগে সুমনা অন্তঃসত্ত্বা হলে টাঙ্গাইলের এক গাইনি চিকিৎসক ওই দম্পতিকে জানান, সুমনার গর্ভে চারটি ভ্রূণ বড় হচ্ছে। এর পর থেকেই সুমনা নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। ১৫ দিন আগে তাঁর স্বামী সিঙ্গাপুর চলে যান। 

আজ বৃহস্পতিবার সকালে সুমনা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, একপর্যায়ে বাড়িতেই একটি সন্তানের জন্ম দেন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা সুমনাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা সুমনাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি স্বাভাবিকভাবে পরপর আরও পাঁচটি সন্তান প্রসব করেন। 

সুমনার মামা শ্বশুর নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমিই সুমনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। বাচ্চাগুলো জন্ম নেওয়ার এক ঘণ্টার মধ্যেই মারা যায়। সুমনার অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে।’ 

গড়গোবিন্দপুর উদয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুমনার অপর মামা শ্বশুর মো. শাহজাহান মিয়া আজকের পত্রিকাকে বলেন, এ দম্পতির কোনো সন্তানাদি নেই। তাঁদের একসঙ্গে ছয় সন্তানের জন্ম এবং মৃত্যুতে পরিবারটি হতবিহ্বল হয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত