সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে তাঁর পরিষদের ৯ জন সদস্য (মেম্বার) অনাস্থা প্রস্তাব জানিয়েছেন। ইউপি সদস্যরা চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, অসৌজন্যমূলক আচরণসহ ১০টি অভিযোগ তোলেন।
আজ শুক্রবার বিকেলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের জরুরি সভায় ইউপি সদস্যরা এই অনাস্থার কথা জানান।
লিখিত অভিযোগ এবং পরিষদের সদস্যদের অভিযোগ সূত্রে জানা গেছে, জামাল মিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সাধারণ মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আদায়, ভিজিএফের কাজে অনিয়ম, গ্রাম পুলিশ নিয়োগে উৎকোচ গ্রহণসহ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত। তিনি পরিষদের সদস্যদের সঙ্গে নিয়মিত অসৌজন্যমূলক আচরণ করেন।
এ ছাড়া চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন ইউপি সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন বলেও অনাস্থা প্রস্তাবের অভিযোগে উল্লেখ করা হয়।
৬ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন শিকদার বলেন, ‘আমাদের ইউপি চেয়ারম্যান পরিষদের সদস্যদের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেন। তাঁর কথা শুনে মনে হয়, পরিষদে ইউপি সদস্যদের কোনো প্রয়োজনই নেই।’
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান জামাল মিয়া বলেন, ‘প্রকৃত ঘটনা হচ্ছে, আমার ছেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী পরিষদের সদস্যদের ভুল বুঝিয়ে এসব করাচ্ছে। প্রতিটি অভিযোগই মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো কিছু না, এগুলো থাকবে না।’
ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, ‘কালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ জন সদস্যের নানা অভিযোগ ও অনাস্থা প্রস্তাব পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে তাঁর পরিষদের ৯ জন সদস্য (মেম্বার) অনাস্থা প্রস্তাব জানিয়েছেন। ইউপি সদস্যরা চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, অসৌজন্যমূলক আচরণসহ ১০টি অভিযোগ তোলেন।
আজ শুক্রবার বিকেলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের জরুরি সভায় ইউপি সদস্যরা এই অনাস্থার কথা জানান।
লিখিত অভিযোগ এবং পরিষদের সদস্যদের অভিযোগ সূত্রে জানা গেছে, জামাল মিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকেই সাধারণ মানুষকে বিদেশ পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আদায়, ভিজিএফের কাজে অনিয়ম, গ্রাম পুলিশ নিয়োগে উৎকোচ গ্রহণসহ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িত। তিনি পরিষদের সদস্যদের সঙ্গে নিয়মিত অসৌজন্যমূলক আচরণ করেন।
এ ছাড়া চেয়ারম্যানের ছেলে আলমগীর হোসেন ইউপি সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিচ্ছেন বলেও অনাস্থা প্রস্তাবের অভিযোগে উল্লেখ করা হয়।
৬ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন শিকদার বলেন, ‘আমাদের ইউপি চেয়ারম্যান পরিষদের সদস্যদের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করে তুচ্ছ-তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেন। তাঁর কথা শুনে মনে হয়, পরিষদে ইউপি সদস্যদের কোনো প্রয়োজনই নেই।’
অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান জামাল মিয়া বলেন, ‘প্রকৃত ঘটনা হচ্ছে, আমার ছেলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে। তাঁর প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থী পরিষদের সদস্যদের ভুল বুঝিয়ে এসব করাচ্ছে। প্রতিটি অভিযোগই মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো কিছু না, এগুলো থাকবে না।’
ইউএনও মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, ‘কালিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ জন সদস্যের নানা অভিযোগ ও অনাস্থা প্রস্তাব পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩১ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩১ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে