Ajker Patrika

সখীপুরে আগুনে পুড়ল ১১ দোকান 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে আগুনে পুড়ল ১১ দোকান 

টাঙ্গাইলের সখীপুরে অগ্নিকাণ্ডে অন্তত ১১ দোকান পুড়ে ছাই হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি বাজারে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সখীপুর ও ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ইন্দারজানি বাজারের ইউসুফ মিয়ার পেট্রলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দোকান ঘরগুলো টিনের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটও এসে যোগ দেয়। তারা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। 

বাজারের দোকান আগুন পুড়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীতপ্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোকে কেন্দ্র করেই ওই বাজারের ব্যবসা পরিচালিত হতো। আগুনে অন্তত ১১ দোকান পুড়ে গেছে। এসব দোকানের মধ্যে পাইকারি পণ্য, পেট্রল, মনিহারির দোকান রয়েছে। 

পুড়ে যাওয়া দোকান। ছবি: ভিডিও থেকে সংগৃহীতসখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আমরা ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি।’ 

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে খবর পেয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ঘটনাস্থলে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত