পুলিশ শান্তিপ্রিয় মানুষকে কখনো গুলি করে না, মির্জা ফখরুলকে কৃষিমন্ত্রী
আপনারা বলেন, বাংলাদেশ নাকি খাদের পাড়ে। প্রকৃতপক্ষে বাংলাদেশ খাদের পাড়ে নয়, আপনারাই খাদের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, শুধু নাকটি জেগে আছে। আবার যদি দেশকে অস্থিতিশীল করতে চান, ওই খালের পানিতেই ডুবে যাবেন। আমরা এমনটি চাই না।