Ajker Patrika

মুক্তিযোদ্ধার অনশনের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৪২
মুক্তিযোদ্ধার অনশনের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের সখীপুরের বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীর আমরণ অনশনকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সখীপুর প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পৌরসভার মুজিব কলেজ মোড় এলাকার তিন মুক্তিযোদ্ধাসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এস এম আমজাদ হোসেন বিএসসি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘যে হাসিনা আক্তারের পক্ষ নিয়ে শুক্রবার মুক্তিযোদ্ধা তোরাব আলী অনশন করেছেন, ওই হাসিনা আক্তার মূলত দীর্ঘদিন ধরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অন্য এলাকা থেকে মেয়ে নিয়ে এসে অনৈতিক ব্যবসায় জড়িত। এসব ঘটনায় হাতেনাতে ধরা পড়ার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল, কিন্তু মুক্তিযোদ্ধা তোরাব আলী ওই অনৈতিক কাজে জড়িত হাসিনার সঙ্গে মিলেমিশে এলাকার গণ্যমান্য ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করেন। গত বছরের ২৬ অক্টোবর হাসিনা ও তোরাব আলীর অনৈতিক কার্যকলাপ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী বিশাল মানববন্ধন করে। এলাকাবাসীর বিরুদ্ধে করা প্রতিটি মামলাই তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। ওই সব মামলায় নিশ্চিত পরাজয় জেনেই তিনি সখীপুর প্রেসক্লাবের সামনে আমরণ অনশনের মিথ্যা নাটক করেছেন।’ 

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বীর মুক্তিযোদ্ধা তোরাব আলীকে একঘরে করে রাখা হয়নি। সামাজিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁর সামাজিক সদস্যপদ বাতিল করা হয়েছে। তবে তিনি নিয়মিত সামাজিক মসজিদেই জুমার নামাজ আদায় করেন। আমরণ অনশনে তিনি বিভিন্ন ব্যক্তিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত। 

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার আবদুল মালেক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা মো. মোকছেদ আলী মিয়া, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন। 

উল্লেখ্য, সমাজে একঘরে করে রাখা, মিথ্যা মামলা-হামলা ও নির্যাতনের বিচার দাবিতে শুক্রবার বেলা ১১টা থেকে সখীপুর প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেন বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী ও তাঁর পরিবারের সদস্যরা। অনশনে তোরাব আলী অভিযোগ করেন, প্রতিবেশী এক নারীর বাড়িতে হামলা-মামলার সাক্ষী দেওয়ায় তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হামলা চালানো হচ্ছে। তোরাব আলী সখীপুর পৌরসভার মুজিব কলেজ মোড় এলাকার বাসিন্দা। 

ছবি: সখীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন বিএসসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

ইলিশ, কাবাব, রসমালাই—বাংলাদেশ-পাকিস্তানের নৈশভোজে আরও যা ছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত