Ajker Patrika

আইফোন কিনতে অপহরণ নাটক কলেজছাত্রীর, দুই সহপাঠী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কিনতে মা-বাবার কাছ থেকে টাকা আদায় করতে এক কলেজছাত্রী অপহরণের নাটক সাজিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার দুই সহপাঠীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। নাটক সাজানো মেয়েটি সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং মঙ্গলখালী এলাকার বাসিন্দা।

ওসি তরিকুল জানান, গতকাল বুধবার এক শিক্ষার্থীকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে—এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া ওই শিক্ষার্থীর পরিবার রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ দেয়। অভিযোগের পর পুলিশ ঘটনাটি তদন্ত করতে থাকে। তদন্তে বেরিয়ে আসে, মেয়েটি বেশ কিছুদিন ধরে আইফোন কেনার চেষ্টা করছিল। ফোনের টাকা জোগাড় করতে সে তার এক ছেলে ও এক মেয়ে সহপাঠীর সঙ্গে মিলে অপহরণের নাটক সাজানোর পরিকল্পনা করে।

পরিকল্পনার ভিত্তিতে ওই শিক্ষার্থী গত মঙ্গলবার সকালে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তার ছেলে সহপাঠী অপহরণকারী সেজে তার মাকে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে দলবদ্ধ ধর্ষণ করবে বলে হুমকি দেয়। তবে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী তার এক মেয়ে সহপাঠীর বাড়িতে ছিল।

এদিকে অপহরণ নাটকের পর টাকা না পেয়ে ওই মেয়ে বুধবার তার ছেলে সহপাঠীর মাধ্যমে তুসকা সিরাপ কিনে এনে অর্ধেক খেয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে ছিল। অন্যদিকে ওই ছেলে ফোন করে মেয়েটির পরিবারকে বলে, ‘যেহেতু টাকা দেননি তাই আপনার মেয়েকে কলেজের পেছনে ফেলে গেলাম।’

পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়।

ওসি তরিকুল বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষার্থীর দুই সহপাঠীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

রাজশাহীতে যুব ও ছাত্রদলের নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত