ফুটবলে এখন হামজা আছে, ক্রিকেটে এমন আইকন নেই
বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স এখন ‘হ্যালির ধূমকেতু’র মতো। এক ম্যাচ জ্বলে ওঠে তো, দীর্ঘদিন থাকে শীতনিদ্রায়। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজরা ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক মাধ্যমে তাঁদের নিয়ে চলে ব্যঙ্গ-বিদ্রুপ।