Ajker Patrika

ক্রিকেটের অবনতি নিয়ে আকরাম খান

ফুটবলে এখন হামজা আছে, ক্রিকেটে এমন আইকন নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭: ৩৬
হামজা চৌধুরীর কারণে বাংলাদেশে ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন আকরাম খান। ছবি: আজকের পত্রিকা
হামজা চৌধুরীর কারণে বাংলাদেশে ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন আকরাম খান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স এখন ‘হ্যালির ধূমকেতু’র মতো। এক ম্যাচ জ্বলে ওঠে তো, দীর্ঘদিন থাকে শীতনিদ্রায়। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজরা ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক মাধ্যমে তাঁদের নিয়ে চলে ব্যঙ্গ-বিদ্রুপ।

বাজে পারফরম্যান্সের কারণে ক্রিকেট নিয়ে আগ্রহ অনেক কমে গেছে। সেই ফুটবলের প্রতি ভক্ত-সমর্থকদের আগ্রহ বেড়েছে অনেক বেশি। জুন মাসে বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচ, বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ তৃতীয় পর্বের বাছাইপর্বের ম্যাচ—এই দুই ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে দেখা গেছে দর্শকদের ভিড়। এমনকি হামজা চৌধুরী-শমিত শোমদের এক নজর দেখতে গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। মিরপুরে আজ সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে আকরাম খান ফুটবলের উদাহরণ টেনেছেন। বিসিবি পরিচালক বলেন, ‘একটা দেশে আইকন খুবই গুরুত্বপূর্ণ। ফুটবলে হামজা এসেছে। ফুটবলে আগের চেয়ে মান অনেক বেড়েছে। মানুষের আগ্রহ বেড়েছে।’

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—পঞ্চপান্ডবদের ছাড়া বাংলাদেশ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ গতকাল পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে হেরেছে ৯৯ রানে। যদিও গতকাল পাল্লেকেলেতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেছিলেন, ‘আমাদের দল এখনো তরুণ। কয়েক জন খেলোয়াড় নতুন এসেছে। তাদের (নতুন) সুযোগ দিলে হয়তো একদিন তারা ভালো খেলবে।’

মিরাজের কথার সঙ্গে আকরাম যে একমত না, সেটা আজ বোঝা গেছে। মিরপুরে সাংবাদিকদের বিসিবি পরিচালক বলেন,‘ক্রিকেটের ক্ষেত্রেও তাই (আইকনের ব্যাপার)। সাকিবরা ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, মুশফিক ছিল। তখন আমাদের সবার আগ্রহ বেড়েছে। দলও ভালো পারফর্ম করেছে। দল যদি খারাপ খেলে, এটার প্রভাব তো পড়বেই।’

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে। ভারতের বিপক্ষে সেই টেস্টের পর তাঁর বাংলাদেশের হয়ে খেলার কথা বারবার শোনা গেলেও বাস্তবে আর সেটা হয়নি। বোর্ড কি বর্তমানে সাকিবকে মিস করছে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আকরাম বলেন,‘আমি তো সেটা বলছি না। আমি তো সংস্কৃতির কথা বলছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক করেন ১০৩ ও ১০২ রান। হৃদয় টানা দুই ওয়ানডেতে ফিফটি করেছেন। জাকের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ১০০ রানের বেশি ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন। অন্যদিকে শান্ত, মিরাজ দুজনেই সমান ৩৭ রান করেছেন। অথচ দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে ৮-৯ বছর ধরে খেলছেন। তিন ম্যাচেই দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন এই দুই তারকা ব্যাটার।

আকরামের মতে ধারাবাহিকতার অভাবই বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে এমন বাজে অবস্থার কারণ। বিসিবি পরিচালক বলেন,‘আইকনের ক্ষেত্রে হয় কী, মানুষ যাকে পছন্দ করেন, তার খেলা দেখেন। সে যদি পারফর্ম না করে, তাহলে নিরাশ হয়ে যান। আইকনের ক্ষেত্রে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। বড় বড় ম্যাচে সেই খেলোয়াড়রা পারফর্ম করে। যেটা আমরা করতে পারছি না। আমাদের ধারাবাহিকতার খুবই অভাব। এই জিনিস থেকে বেরিয়ে আসতেই হবে।’

এ বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১১ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। হেরেছে ১১ ম্যাচ। একমাত্র ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্ট। টেস্ট-ওয়ানডে সিরিজ শেষে পাল্লেকেলেতে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই হবে ডাম্বুলা ও কলম্বোর প্রেমাদাসায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত