নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরা’র লড়াই। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে সফরকারীরা।
ডাম্বুলায় আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। এই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে রয়েছে তিন পরিবর্তন। নাঈম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। যেখানে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের বিপক্ষে আজ জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করবে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক আসালাঙ্কাসহ আরও থাকছেন পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, চামিকা করুণারত্নে
সিরিজে টিকে থাকতে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের জন্য ‘বাঁচা-মরা’র লড়াই। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে সফরকারীরা।
ডাম্বুলায় আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। এই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের একাদশে রয়েছে তিন পরিবর্তন। নাঈম শেখ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের পরিবর্তে এসেছেন জাকের আলী অনিক, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। যেখানে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের বিপক্ষে আজ জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করবে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। ব্যাটিং লাইনআপে অধিনায়ক আসালাঙ্কাসহ আরও থাকছেন পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, চামিকা করুণারত্নে
উইন্ডিজ বোর্ডের সভা জ্যামাইকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। ডেকেছে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের নামী সব সাবেক ক্রিকেটারকে। তবে ২৭ রানে অলআউট হওয়ার যন্ত্রণা তাড়া করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের...
১৭ মিনিট আগেফাইনালের সম্ভাবনা জাগিয়েও চীনের ডাজুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ নারী দলকে। আইরিন রিয়ার জন্য টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে আলাদাভাবে। ৫ গোল করে হয়েছেন আসরের সেরা উদীয়মান তারকা। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ১৭ বছর বয়সী এই খেলোয়াড় শোনালেন প্রাপ্য..
১ ঘণ্টা আগেপ্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দুই দলের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস।
১ ঘণ্টা আগেগল টেস্ট ড্র করে কলম্বোয় বাংলাদেশ এসেছিল টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। কলম্বোতেই ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেই কলম্বোয় বাংলাদেশ এবার এসেছে টি-টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে। টেস্ট আর ওয়ানডে সিরিজ জেতার সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ পারেনি। টি-টোয়েন্টিতে ভিন্ন কিছুর..
২ ঘণ্টা আগে