Ajker Patrika

বাংলাদেশের রেকর্ড ভেঙেই জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৯: ৫৫
অস্ট্রেলিয়াকে হারাতে হলে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়াকে হারাতে হলে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ছবি: ক্রিকইনফো

গ্রানাডায় ২০০৯ সালে ইতিহাস লিখেছিল বাংলাদেশ। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে তাদের প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি বাংলাদেশের। গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তিটা এখনো বাংলাদেশেরই রয়েছে।

১৬ বছর আগে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে রেকর্ড ২১৭ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা এই মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার ওয়েস্ট ইন্ডিজকে ভাঙতে হবে বাংলাদেশের ১৬ বছরের পুরোনো রেকর্ড। কারণ, উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এরই মধ্যে ২৫৪ রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। হাতে অজিদের এখনো ৩ উইকেট রয়েছে।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১২ রানে গতকাল গ্রেনাডায় তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দলীয় ২৮ রানে অজিদের তৃতীয় উইকেট পড়ে যায়। এমন অবস্থায় দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। চতুর্থ উইকেট তাঁরা (স্মিথ-গ্রিন) গড়েন ৯৩ রানের জুটি। ৪০তম ওভারের পঞ্চম বলে গ্রিনকে (৫২) বোল্ড করে জুটি ভাঙেন শামার জোসেফ। টেস্টে এটা তাঁর সপ্তম ফিফটি।

গ্রিন ফিরলে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৩৯.৫ ওভারে ৪ উইকেটে ১২১ রান। পঞ্চম উইকেটে স্মিথ এবার ৫৮ রানের জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ৩৭তম টেস্ট সেঞ্চুরির সম্ভাবনা যখন উজ্জ্বল স্মিথের, তখন তাঁকে (স্মিথ) এলবিডব্লিউ করেন জাস্টিন গ্রিভস। ১১৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭১ রান করেন স্মিথ। এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬৪.৩ ওভারে ৭ উইকেটে ২২১ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। একই সঙ্গে প্রথম ইনিংসের ৩৩ রানের লিড তো তারা পাচ্ছেই। সিরিজে সমতায় ফিরতে হলে ওয়েস্ট ইন্ডিজকে কঠিন পথ পাড়ি দিতে হবে।

গ্রেনাডায় ওয়ানডে, টি-টোয়েন্টি নিয়মিত হলেও টেস্ট তেমন একটা হয় না। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চলমান দ্বিতীয় টেস্টটা এই মাঠে এখন পর্যন্ত হওয়া পঞ্চম টেস্ট। এর আগে তিনবার গ্রেনাডায় টেস্টে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ঘটনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত