Ajker Patrika

লিটনকে কেন বাদ দিয়েছিলেন মিরাজ

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। ছবি: ক্রিকইনফো
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে লিটন দাসের পেরিয়ে গেছে ১০ বছরেরও বেশি কিছু সময়। তবু দীর্ঘ এই সময়ে বাংলাদেশ দলে নিজের স্থানটা পাকাপোক্ত করতে পারেননি। বাজে অফফর্মের কারণে আছেন আসা-যাওয়ার মধ্যে। এবারের শ্রীলঙ্কা সফরেও লিটনের সঙ্গে ঘটেছে এমন ঘটনা।

চ্যাম্পিয়নস ট্রফির পর এবার শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরেন লিটন। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি শূন্য রানে আউট হয়েছেন। ক্রিকেটের এই সংস্করণে এখন পর্যন্ত ১৬ বার ডাক মারার বিব্রতকর রেকর্ড গড়লেন। পরবর্তীতে লঙ্কানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে বাদ পড়েন তিনি। তাঁর পরিবর্তে খেলানো হয় শামীম হোসেন পাটোয়ারীকে। শামীম দুই ম্যাচে ১৩ ওভার বোলিং করে ৫২ রান খরচ করেন। ৪ ইকোনমিতে বোলিং করা এই স্পিনার নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে গতকাল তৃতীয় ওয়ানডেতে নিয়েছেন শ্রীলঙ্কার সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসের উইকেট।

পাল্লেকেলেতে গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটা ৯৯ রানে হেরে বাংলাদেশ খুইয়েছে সিরিজ। তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লিটনকে শেষ দুই ওয়ানডের একাদশ থেকে বাদ দেওয়ার কারণ কী—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘দেখুন, আমরা জিনিসটা চিন্তা করেছিলাম ঠিকমতো একাদশ সাজানোর জন্য। লিটনের জায়গায় খেলিয়েছিলাম শামীম পাটোয়ারীকে। সেখানে আমাদের ষষ্ঠ বোলার দরকার ছিল। এজন্য আমরা টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে খেলিয়েছিলাম শামীমকে।’

পেটের পীড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি রিশাদ হোসেন। তাঁর পরিবর্তে খেলেন তানভীর ইসলাম। তানভীর ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। একারণে পরবর্তীতে সুস্থ হয়ে উঠলেও রিশাদের খেলাই হয়নি লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডেতে রিশাদকে না খেলানোর ব্যাখ্যায় মিরাজ বলেছেন, ‘দেখুন, একজন খেলোয়াড় ৫ উইকেট পেলে ম্যাচ জেতানো পারফরম্যান্স করলে তো কখনোই তাকে বাদ দেওয়ার ব্যাপারে চিন্তা করতে পারবেন না। হয়তো স্পিনিং উইকেট থাকলে..তারা (শ্রীলঙ্কা) ২ পেসার, ৩ স্পিনার খেলায়। উইকেট দেখে মনে হয়েছে পেস বোলারই ভালো সুযোগ। দেখুন তাদের উইকেট বেশিরভাগ পেসাররাই পেয়েছে। আমাদের পেসাররাও ভালো বোলিং করেছে। এটা নিয়ে চিন্তিত না।’

কলম্বোর প্রেমাদাসায় প্রথম দুই ওয়ানডেতে স্পিনারদের দাপট থাকলেও গতকাল ব্যাপারটা ছিল একটু ভিন্ন। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডেতে পেসার-স্পিনাররা উইকেট নেন সমান তালে। ম্যাচে ১৭ উইকেটের মধ্যে ৯ উইকেট নিয়েছেন পেসাররা। বাকি ৮ উইকেট স্পিনারদের। যাঁদের মধ্যে বাংলাদেশের মিরাজ, তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শামীম, তানভীর ও তানজিম হাসান সাকিব। একই ভেন্যুতে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই হবে ডাম্বুলা ও কলম্বোর প্রেমাদাসায়। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা রক্ষায় মোদির হস্তক্ষেপ চান মমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত