Ajker Patrika

ডাম্বুলায় সিরিজ বাঁচানোর লড়াই লিটনদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০: ৫২
ডাম্বুলায় লিটনদের সিরিজ বাঁচানোর লড়াই। ছবি: এএফপি
ডাম্বুলায় লিটনদের সিরিজ বাঁচানোর লড়াই। ছবি: এএফপি

দলের খারাপ সময়ে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় অধিনায়ককে। নিজে ভালো খেলে প্ররোচিত করতে হয় সতীর্থদের। কিন্তু এমন এক সময়ে সিরিজ রক্ষার লড়াইয়ে নামছে বাংলাদেশ, যখন না আছেন অধিনায়ক ফর্মে, না ফর্মে আছে দল! টি-টোয়েন্টিতে টানা ছয় ম্যাচ হারের ধারায় বাংলাদেশ।

তবু ম্যাচের আগে লড়াইয়ের কথা বলতে হয়। তবে কাল বাজে ফর্মে থাকা লিটন নয়, সংবাদমাধ্যমের সামনে এসে বাঁচা-মরার ম্যাচে লড়াই করার আশাবাদ ব্যক্ত করলেন প্রধান কোচ ফিল সিমন্স। জাতীয় দলের এই ক্যারিবিয়ান কোচ বললেন, ‘আগের ম্যাচে যেসব জায়গায় ভালো করতে পারিনি, সেসব জায়গায় উন্নতি করাই লক্ষ্য আমাদের।’ কোথায় কোথায় ভালো করতে হবে, সংক্ষেপে তা-ও জানালেন সিমন্স, ‘আমাদের আরও বেশি রান করতে হবে, প্রথম ছয় ওভারে আরও ভালো খেলতে হবে। একটা নির্দিষ্ট মান ধরে খেলতে পারলেই প্রতিপক্ষের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব। এখন সেটাই লক্ষ্য আমাদের।’

কোচ মুখে যতই লড়াইয়ের কথা বলুন, তিনিও জানেন, একের পর এক ম্যাচ হারে দলের আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। অন্যদিকে প্রতিপক্ষ আরও বেশি প্রত্যয়ী। মানসিকভাবে এগিয়ে থাকা লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশকে নিজেদের সেরাটাই খেলতে হবে—এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়া লাগে না। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ দলের সামর্থ্যের পুরোপুরি দিতে পারার ক্ষমতা নিয়ে! ভঙ্গুর ওপেনিং, ছন্নছাড়া মিডল অর্ডার, হতশ্রী বোলিং—সব মিলিয়ে ‘সর্বাঙ্গে ব্যথা’ দলের কোথায় ওষুধ দিতে হবে, সেটাই বোঝা কঠিন।

তার ওপর আজকের ম্যাচের ভেন্যু ডাম্বুলা। পাহাড়-হ্রদে ঘেরা ডাম্বুলায় আট বছর পর পা রাখল বাংলাদেশ। এই মাঠে আগে কখনো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। এখানে পাঁচটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৭ সালের মার্চে এই মাঠে তামিম ইকবালের সেঞ্চুরিতে একটা ম্যাচ জেতার সুখস্মৃতিও আছে। একই মাঠে পরের ম্যাচটি ছিল বৃষ্টিবিঘ্নিত। ফল না আসা সেই ম্যাচে তাসকিন আহমেদ করেছিলেন হ্যাটট্রিক। ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ সাধারণত স্পিন-বান্ধবই হয়ে থাকে। ম্যাচের সময় যত গড়ায়, উইকেট ততই ধীরগতির হয়ে পড়ে। পরশু পাল্লেকেলে থেকে ডাম্বুলায় আসার পর অনুশীলন করেনি বাংলাদেশ। গতকাল রাতে অনুশীলন করেছে বাংলাদেশ। সেই অনুশীলনের আগেই সংবাদ সম্মেলনে আসায় পিচ নিয়ে কোনো ধারণা দিতে পারেননি সিমন্স। তবে শ্রীলঙ্কা দল মনে করে, পাল্লেকেলের মতো ডাম্বুলার উইকেটেও রান থাকবে।

দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। ঊরুর চোটে পড়ে প্রথম ম্যাচে খেলা হয়নি লোয়ার অর্ডার ব্যাটার জাকের আলীর। আজ তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। আগের দিন কোচ শুধু বললেন, রাতের অনুশীলনে তাঁর অবস্থা এবং উইকেট দেখে পরে ঠিক করবেন, জাকেরকে খেলাবেন কি না।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। সে সময় ডাম্বুলায় ২৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত