Ajker Patrika

অচেনা ডাম্বুলায় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০: ৫৩
ডাম্বুলায় লিটনদের আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ফাইল ছবি
ডাম্বুলায় লিটনদের আজ ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ফাইল ছবি

ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের শেষ ম্যাচটিকে ‘ফাইনালের’ রূপ দিতে পেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও পারবে কি?

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল হবে ডাম্বুলায়। গতকালই পাল্লেকেলে থেকে সড়কপথে ডাম্বুলায় এসে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। পার্থক্য এটাই—প্রথম টি-টোয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা। ‘জিততেই হবে’ এমন চাপে সফরকারী দল।

তবে ম্যাচের ফল নিয়ে ভাবার আগে নিজেদের পারফরম্যান্স নিয়েও ভাবতে হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকে। ব্যাটিং, বোলিং—কোনো বিভাগ নিয়েই স্বস্তিতে নেই অধিনায়ক। প্রথম টি-টোয়েন্টি শেষে ব্যাটিং নিয়ে তাঁর অনুযোগ, ‘যারা উইকেটে থিতু হয়ে গিয়েছিল, তাদের আরও এগিয়ে যাওয়া দরকার ছিল।’ আর বোলিং নিয়েও হতাশ লিটন, ‘আমরা ভালো বোলিং করতে পারিনি।’

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ বাঁচাতে চাইলে তাই ব্যাটিংয়ে ভালো করতে হবে, ভালো করতে হবে বোলিংয়েও। আর ভালো করতে হবে এমন এক ভেন্যুতে, যেখানে কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ২০১০ সালের পর সর্বশেষ ২০১৭ সালে এখানে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। তা-ও দুই ম্যাচেই একটিতে হার। সেই দলের শুধু তিনজন (মিরাজ, তাসকিন, মোস্তাফিজ) খেলোয়াড় আছেন এই টি-টোয়েন্টি স্কোয়াডে। অধিনায়ক লিটন দাসেরও এখানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, শামীম হোসেনদের কাছে ডাম্বুলা তো একদমই অচেনা। তাই চেনা কন্ডিশনে হেরে এসে অচেনা ডাম্বুলায় ঘুরে দাঁড়ানো যে সফরকারী দলের জন্য সহজ হবে না, সেটা বলাই যায়।

ডাম্বুলায় টি-টোয়েন্টির গড় স্কোর খুব একটা বেশি নয়—দেড় শর আশপাশে। তবে রাতের ম্যাচে ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো থাকে বলে বিশেষজ্ঞদের অভিমত। তাই টস এখানে বড় প্রভাব ফেলতে পারে। তবে কন্ডিশনের চেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা, সামর্থ্য এবং এর প্রযোগক্ষমতা নিয়ে।

প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা তুলেছে ১ উইকেটে ৮৩ রান। টি-টোয়েন্টিতে ব্যাটিংটা এমনই হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রথম টি-টোয়েন্টি শেষে তিনি বলছিলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, স্মার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা চলবে না। চেষ্টা করে যেতে হবে ইতিবাচক খেলার।’

‘হারের ভয়’ না করে পরের ম্যাচে বাংলাদেশ ‘ইতিবাচক খেলা’র চেষ্টা করবে, এটাতেই এখন বিশ্বাস রাখতে হচ্ছে। তবে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই মুশতাক আহমেদের, ‘এই ছেলেদের সামর্থ্য রয়েছে। তারা ভালো ক্রিকেট খেলতে পারে। শুধু বিশ্বাস রেখে যেতে হবে।’

ভঙ্গুর ওপেনিং, এলোমেলো মিডল অর্ডার, ছন্নছাড়া বোলিং দলের ভঙ্গুর ওপেনিং, এলোমেলো মিডল অর্ডার নতুন কিছু নয়। প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেল ছন্নছাড়া বোলিংও। এমন অবস্থায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে যোগ হচ্ছে ডাম্বুলার অচেনা উইকেট। বিশ্বাসেই ভরসা রাখা ছাড়া উপায় কী!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত