হাটে আসছে গরু, জমেনি বিক্রি
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকায় বসেছে কোরবানির অস্থায়ী পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরু, ছাগল, মহিষ, ভেড়ার পাশাপাশি উঠেছে দুম্বা এবং উট। তবে বেচাকেনা তেমন শুরু হয়নি। এবার দেশীয় পশুতেই কোরবানির সক্ষমতার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক যুগ আগেও...