নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পবা উপজেলায় অতি নিম্নমানের সামগ্রী দিয়ে একটি বক্স কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে। ৪০ লাখ টাকা ব্যয়ের কালভার্টটি নির্মাণে ৩ সুতা বা ১০ মিলিমিটার পুরুত্বের রড ব্যবহার করা হচ্ছে। এমন অবস্থায় ব্যস্ত সড়কের এই কালভার্ট কত দিন টিকবে, তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। তাঁরা বলছেন, বিষয়টি জানানোর পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার।
স্থানীয়রা জানান, কালভার্টটি নির্মাণ করা হচ্ছে রাজশাহীর লিলি সিনেমা হলের মোড়-দারুশা সড়কের ডাঙ্গেরহাট এলাকায়। এই সড়ক পবা উপজেলার বড় একটি অংশের সংযোগ স্থাপন করেছে। সড়কটি দিয়ে প্রতিদিনই ভারী যান চলে। ভারী যানবাহনের চাপে চিকন রডের এই কালভার্ট বেশি দিন স্থায়ী হবে না।
জানা গেছে, প্রায় পাঁচ মাস ধরে এই কালভার্টের নির্মাণ চলছে। এতে ১০ মিলি রড ব্যবহার করতে দেখে স্থানীয়রা আপত্তি জানান। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পাত্তা দেননি। এলজিইডিতে অভিযোগ করা হলে কর্মকর্তারা আসেন। কিন্তু কোনো পদক্ষেপ নেননি।
শ্রমিক নবীর আলী জানান, ১০ মিলির পাশাপাশি ১২ ও ১৬ মিলি রডও ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের সরদার রফিকুল ইসলাম বলেন, ‘এলাকার লোকজন একটু পরপর এসে অভিযোগ করছে। মনে হচ্ছে, এখানে কাজ করতে এসে পাপ করে ফেলেছি। আমরা লেবার মানুষ। আমরা কী করতে পারি?’
কালভার্টটির পাশেই ফার্নিচারের দোকানে কাজ করছিলেন ফয়সাল হোসেন। তিনি বলেন, ৩ সুতা রড দিয়ে ব্রিজ করছে। এ রকম ব্যস্ত রাস্তার ওপর এই চিকন রডের ব্রিজ তো টিকবে না। এলাকার লোকজনের খুব আপত্তি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রেজাউল ইসলাম রনি। তাঁর দাবি, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এলাকার লোকজন না বুঝেই অভিযোগ করে যাচ্ছেন।
কাজের সাইটে সব সময় এলজিইডির পবা উপজেলার উপসহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদের উপস্থিত থাকার কথা। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে তাঁকে সেখানে পাওয়া যায়নি। জানতে চাইলে পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ‘কেন সে সাইটে যায়নি, সেটা খোঁজ নেব।’ নিম্নমানের কাজের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ আমিও পেয়েছিলাম।’
এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে আমিও কাজ দেখেছি।
ডিজাইনে ৩ সুতার রডের ব্যবহার রাখা হয়েছে। ঢাকা থেকে এই কাজের ড্রয়িং করেছে এলজিইডির ডিজাইন শাখা। তাই এ বিষয়ে আমার কিছু করার নেই।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী (সেতু ডিজাইন) ভাস্কর কান্তি চৌধুরী বলেন, ‘সেতু কিংবা কালভার্টে রেলিংয়ে লম্বালম্বিভাবে ১০ মিলির রড ব্যবহার করা যায়। কিন্তু মূল কাঠামোতে আড়াআড়িভাবে ১৬ মিলির কম রড ব্যবহার করা হয় না। বাস্তবে কী হচ্ছে, না দেখে বলতে পারব না।’
রাজশাহীর পবা উপজেলায় অতি নিম্নমানের সামগ্রী দিয়ে একটি বক্স কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে। ৪০ লাখ টাকা ব্যয়ের কালভার্টটি নির্মাণে ৩ সুতা বা ১০ মিলিমিটার পুরুত্বের রড ব্যবহার করা হচ্ছে। এমন অবস্থায় ব্যস্ত সড়কের এই কালভার্ট কত দিন টিকবে, তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। তাঁরা বলছেন, বিষয়টি জানানোর পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার।
স্থানীয়রা জানান, কালভার্টটি নির্মাণ করা হচ্ছে রাজশাহীর লিলি সিনেমা হলের মোড়-দারুশা সড়কের ডাঙ্গেরহাট এলাকায়। এই সড়ক পবা উপজেলার বড় একটি অংশের সংযোগ স্থাপন করেছে। সড়কটি দিয়ে প্রতিদিনই ভারী যান চলে। ভারী যানবাহনের চাপে চিকন রডের এই কালভার্ট বেশি দিন স্থায়ী হবে না।
জানা গেছে, প্রায় পাঁচ মাস ধরে এই কালভার্টের নির্মাণ চলছে। এতে ১০ মিলি রড ব্যবহার করতে দেখে স্থানীয়রা আপত্তি জানান। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পাত্তা দেননি। এলজিইডিতে অভিযোগ করা হলে কর্মকর্তারা আসেন। কিন্তু কোনো পদক্ষেপ নেননি।
শ্রমিক নবীর আলী জানান, ১০ মিলির পাশাপাশি ১২ ও ১৬ মিলি রডও ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের সরদার রফিকুল ইসলাম বলেন, ‘এলাকার লোকজন একটু পরপর এসে অভিযোগ করছে। মনে হচ্ছে, এখানে কাজ করতে এসে পাপ করে ফেলেছি। আমরা লেবার মানুষ। আমরা কী করতে পারি?’
কালভার্টটির পাশেই ফার্নিচারের দোকানে কাজ করছিলেন ফয়সাল হোসেন। তিনি বলেন, ৩ সুতা রড দিয়ে ব্রিজ করছে। এ রকম ব্যস্ত রাস্তার ওপর এই চিকন রডের ব্রিজ তো টিকবে না। এলাকার লোকজনের খুব আপত্তি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রেজাউল ইসলাম রনি। তাঁর দাবি, শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে। এলাকার লোকজন না বুঝেই অভিযোগ করে যাচ্ছেন।
কাজের সাইটে সব সময় এলজিইডির পবা উপজেলার উপসহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদের উপস্থিত থাকার কথা। কিন্তু গতকাল মঙ্গলবার সকালে তাঁকে সেখানে পাওয়া যায়নি। জানতে চাইলে পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ‘কেন সে সাইটে যায়নি, সেটা খোঁজ নেব।’ নিম্নমানের কাজের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ আমিও পেয়েছিলাম।’
এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে আমিও কাজ দেখেছি।
ডিজাইনে ৩ সুতার রডের ব্যবহার রাখা হয়েছে। ঢাকা থেকে এই কাজের ড্রয়িং করেছে এলজিইডির ডিজাইন শাখা। তাই এ বিষয়ে আমার কিছু করার নেই।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী (সেতু ডিজাইন) ভাস্কর কান্তি চৌধুরী বলেন, ‘সেতু কিংবা কালভার্টে রেলিংয়ে লম্বালম্বিভাবে ১০ মিলির রড ব্যবহার করা যায়। কিন্তু মূল কাঠামোতে আড়াআড়িভাবে ১৬ মিলির কম রড ব্যবহার করা হয় না। বাস্তবে কী হচ্ছে, না দেখে বলতে পারব না।’
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরিয়া নাশরাফ নাফি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দগ্ধ বোনের পর ৯ বছরের নাফিও মৃত্যুর কাছে হেরে গেল।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশু হতাহতের মধ্যেও বন্ধ হয়নি বিএনপির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনার চাটমোহরে বিএনপি নেতারা সোমবার (২১ জুলাই) রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে ঘিরে এখন সামাজিক...
২ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় তিস্তাপাড় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চায়না দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং। মঙ্গলবার উপজেলার লক্ষীটারী ইউনিয়নে দ্বিতীয় তিস্তা সেতুসংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং তিস্তাপারের মানুষের সঙ্গে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও নদীভাঙনে তিস্তাপারের জনমানুষের...
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক ব্যক্তি মারা গেছে বলে ধারণা করছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদরের মমিনপুর স্কুলমাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে