দাদন ব্যবসায় নিঃস্ব মানুষ
বগুড়ার শিবগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছেন দাদন ব্যবসায়ীরা। উপজেলার পাড়ায় পাড়ায় চলছে দাদন ব্যবসা। গুজিয়া, কাশিপুর, লস্করপুর, ভায়েরপুকুর, মোকামতলা, ভরিয়া, মালাহার, মুরাদপুর, রহবল, গাংনগর, কিচকসহ বিভিন্ন এলাকায় চলছে সুদের জমজমাট কারবার।