বিদেশে দালালের হাতে মৃত্যুর অভিযোগ, মরদেহ পাচ্ছেন না বাবা–মা
"ও বাবা গো, ও মা গো। আমার অসিমকে মেরেই ফেলল গো। দালাল ওবাইদুল আমার ছেলের লাশও দিচ্ছে না গো। গলা কাটা ভিসায় বিদেশ নিয়ে আমার ছেলেকে খাইলো গো! " দালালের ফাঁদে পরে বিদেশ যাওয়া ১৬ বছরের কিশোর অসিমের মায়ের এমন আর্তনাদে ভারী হয়ে উঠেছে বগুড়ার শিবগঞ্জের মুখোরজান গ্রাম। অভিযোগ উঠেছে, গলাকাটা ভিসায় বিদেশে নেওয়