প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
বসত বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা ব্যবহার করে সবজি ও পুষ্টির চাহিদা পূরণে বগুড়ার শিবগঞ্জে গড়ে উঠেছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম নামের এই প্রকল্প। যা ইতিমধ্যেই কৃষকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
কৃষি অফিস জানিয়েছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এই পুষ্টি-প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ওই এলাকার ৫০ জন কৃষক পরিবারকে এ সুযোগ প্রদান করা হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে পরিসর।
পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে সরবরাহ করা হয়েছে একটি করে বল সুন্দরী জাতের কূলের চারা, আম্রপালি জাতের আমের চারা এবং দুটি করে প্লাস্টিক নেটের বেড়া।
পুষ্টি গ্রাম প্রকল্পের সুবিধাভোগী রহবল পশ্চিম পাড়া এলাকার সানাউল ইসলাম জানান, কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধানে তাঁদের পরিত্যক্ত জমিতে আম ও কূল গাছসহ বেশ কয়েক প্রকার সবজির চাষ হচ্ছে।
একই এলাকার সাইফুল ও জাহাঙ্গীর আলম জানান, আমরা বাড়ির পরিত্যক্ত জায়গায় পেঁপে, আদা, হলুদ, ওল কচু, শজনে, কচুশাক, মাছ আলু, তাল আলু সহ বেশ কয়েক প্রকারের সবজি চাষ করছি। আমাদের দেখে এলাকার অনেকেই এখন পরিত্যক্ত জমিতে এসব চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে জানান, দিন দিন মানুষের সংখ্যা বাড়লেও কমছে জমির পরিমাণ। বসতবাড়ির আশপাশে স্বল্পপরিসরে জমি পতিত থাকে। এ সব পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি বিভাগ এ প্রকল্প হাতে নিয়েছে।
বসত বাড়ির পাশে পরিত্যক্ত জায়গা ব্যবহার করে সবজি ও পুষ্টির চাহিদা পূরণে বগুড়ার শিবগঞ্জে গড়ে উঠেছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম। কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকায় বাস্তবায়িত হচ্ছে পুষ্টি-প্রযুক্তি গ্রাম নামের এই প্রকল্প। যা ইতিমধ্যেই কৃষকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
কৃষি অফিস জানিয়েছে, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এই পুষ্টি-প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে ওই এলাকার ৫০ জন কৃষক পরিবারকে এ সুযোগ প্রদান করা হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে পরিসর।
পুষ্টি-প্রযুক্তি গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে সরবরাহ করা হয়েছে একটি করে বল সুন্দরী জাতের কূলের চারা, আম্রপালি জাতের আমের চারা এবং দুটি করে প্লাস্টিক নেটের বেড়া।
পুষ্টি গ্রাম প্রকল্পের সুবিধাভোগী রহবল পশ্চিম পাড়া এলাকার সানাউল ইসলাম জানান, কৃষি অফিসের নিবিড় তত্ত্বাবধানে তাঁদের পরিত্যক্ত জমিতে আম ও কূল গাছসহ বেশ কয়েক প্রকার সবজির চাষ হচ্ছে।
একই এলাকার সাইফুল ও জাহাঙ্গীর আলম জানান, আমরা বাড়ির পরিত্যক্ত জায়গায় পেঁপে, আদা, হলুদ, ওল কচু, শজনে, কচুশাক, মাছ আলু, তাল আলু সহ বেশ কয়েক প্রকারের সবজি চাষ করছি। আমাদের দেখে এলাকার অনেকেই এখন পরিত্যক্ত জমিতে এসব চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে জানান, দিন দিন মানুষের সংখ্যা বাড়লেও কমছে জমির পরিমাণ। বসতবাড়ির আশপাশে স্বল্পপরিসরে জমি পতিত থাকে। এ সব পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক সবজি-পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি বিভাগ এ প্রকল্প হাতে নিয়েছে।
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেগ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করেছে থানা-পুলিশ।
১৪ মিনিট আগেসাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন তিনি।
১৮ মিনিট আগে