Ajker Patrika

মামলার ৪২ দিনেও আসামি পলাতক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৬
মামলার ৪২ দিনেও আসামি পলাতক

বগুড়ার শিবগঞ্জে এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয় ৫ আগস্ট। তবে ৪২ দিন পার হলেও তিনি গ্রেপ্তার হননি।

মামলা সূত্রে জানা গেছে, ৯ম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই মাদ্রাসাছাত্রের (১৮)। এরপর বিয়ের প্রলোভনে একাধিকবার তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই ছাত্রী তাকে বিয়ে করা জন্য বলে। তবে মাদ্রাসাছাত্র এতে অস্বীকৃতি জানান।

ভুক্তভোগী ছাত্রী জানান, ‘আমি নিরুপায় হয়ে তার বিরুদ্ধে মামলা করি। সেই মামলা তুলে নিতে ছাত্রের বড় ভাই ক্যাডার নিয়ে আমার বাবার কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের চেষ্টা করেন। দেড় লাখ টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন তাঁরা।’

ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, পরিবারের প্রতি জুলুম আর ভয়ভীতি সহ্য করতে না পেরে ওই ছাত্রী গত শনিবার কীটনাশক পান করে। পরে পরিবারের সদস্যরা হাসপাতালের চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসেন।

ওই ছাত্রীর ভাই বলেন, ‘আমার বোন এখন মা হতে চলেছে। পরিস্থিতির শিকার হয়ে সে আত্মহত্যা করতে চেয়েছিল।’

এ ব্যাপারে জানতে চাইলে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত