Ajker Patrika

পাত্র দেখানোর কথা বলে ধর্ষণ, ঘটক গ্রেপ্তার

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৪: ২২
পাত্র দেখানোর কথা বলে ধর্ষণ, ঘটক গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জে পাত্র দেখানোর কথা বলে এক কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটকের বিরুদ্ধে। অপহরণের তিন দিন পর ৯৯৯-এ ফোন পেয়ে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার ও ঘটককে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৩ অক্টোবর ওই কলেজছাত্রী অপহরণ হয়। এ ঘটনায় গত শনিবার রাতে ছাত্রীকে উদ্ধার করার পর তার বাবা বাদী হয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত ঘটকের নাম শাহিনুর রহমান (৪৩)। তিনি শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, গ্রেপ্তার শাহীনুর শ্রমিকের কাজ ও ঘটকালি করেন। একপর্যায়ে একই উপজেলার এক কলেজছাত্রীর বাবার সঙ্গে পরিচয় হয় ঘটক শাহিনুরের। সেই সূত্র ধরে পাত্র দেখানোর কথা বলে ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় নিয়ে যান শাহিনুর।

১৩ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পার হলেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়ের সন্ধান না পেয়ে ঘটকের বাড়িতে যায়। সেখানে গিয়ে ঘটককে বাড়িতে না পেয়ে তাঁদের মনে সন্দেহ হয়। পরে ঘটককে ফোন দিলে ফোনও ধরেননি তিনি।

ছাত্রীর বাবা জানান, কয়েক দিন ধরে ঘটক এবং মেয়ের সন্ধান করতে গিয়ে তিনি জানতে পারেন, শিবগঞ্জ থানার রহবল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঘটক তাঁর মেয়েকে নিয়ে আত্মগোপন করে আছে। গত শনিবার রাতে পরিবারের লোকজন সেখানে গেলে ঘটক পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণধোলাই দেয়। পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশে খবর দেওয়া হলে শাহিনুরকে আটক এবং তাঁর মেয়েকে উদ্ধার করে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক শাহিনুরের বিরুদ্ধে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অপহৃত কলেজ ছাত্রীকে ঘটক শাহিনুরের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত