Ajker Patrika

শিবগঞ্জে দেড় লাখ ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ 

প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জে দেড় লাখ ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে এক লাখ ৫৪ হাজার ভারতীয় পাতার বিড়িসহ মো. সেলিম (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা। 

গ্রেপ্তারকৃত সেলিম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মো. বুদ্ধুর ছেলে। আজ বুধবার ভোরে র্যাবের পক্ষ হতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। 

চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় ফকিরপাড়া গ্রামের জনৈক সাইদুর রহমান মিঠু হাজীর আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় পাতার বিড়িসহ মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত