মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
মোসা. ডেইজি আরা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। চাকরি করেন ইসলামিক ফাউন্ডেশনে। গতকাল মঙ্গলবার তাঁর মাসিক মিটিং ছিল শিবগঞ্জ উপজেলা পরিষদে। সে মিটিংয়ে যোগ দিতে সকালে তাঁর ১৮ মাসের মেয়ে আফি খাতুনকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ আসেন। এরপর মিটিং শেষে আবার ফেরার পালা। তাড়াহুড়ো করে অটোরিকশাযোগে পৌঁছে যান বোগলা উড়ি ঘাটে।
আজ সকালে ডেইজি আরা খাতুন আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কোলের শিশুকে নিয়ে বোগলাউড়ি ঘাটে পৌঁছান তিনি। এ সময় একে একে নৌকায় মালসহ যাত্রী ওঠাতে থাকেন মাঝি ইসমাইল হোসেন। মঙ্গলবার ২০ রশিয়ার হাট থাকায় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাল ভর্তি করে নৌকায়। এ ছাড়া গাদাগাদি করে ৪০-৫৫ জন মানুষ ওঠানো হয় নৌকাতে। এরপর এক কিলোমিটার পাড়ি দিয়ে মূল পদ্মায় পৌঁছে ৫০০ গজ ভেতরে যায়। এরপরেই প্রচণ্ড ঢেউ আর বাতাসে নৌকায় পানি উঠতে থাকতে। এ সময় পানি নিষ্কাশনের জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা পানি নিষ্কাশনের মধ্যেই আবারও প্রচণ্ড জোরে আঘাত করে একটি ঢেউ। তাতেই তলিয়ে যায় নৌকাটি। এ সময় সবাই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। কেউ সাঁতরে ওঠে তীরে, কেউবা আবার কোনো কিছুকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে।
ডেইজি আরা খাতুন আরও জানান, নৌকা ডুবে যাওয়ার পরে তাঁর কোলের শিশুটি হঠাৎ করে হাত থেকে ছুটে যায়। পরে প্রায় ১৫ মিনিট পর শিশু আফিয়াকে নদীতে ভাসতে দেখেন তিনি। এ সময় চোখে পড়ে একটি বেগুনের বস্তা পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বস্তাটিকে কোনো রকমে আঁকড়ে ধরেন তিনি। সে বস্তার ওপর বসিয়ে দেন শিশু আফিয়াকে। আর নিজে কোন রকমে বস্তার এক কোন ধরে সাঁতার কাটতে থাকেন। প্রায় ঘণ্টা খানিক সাঁতার কাটার পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করে শ্বশুর বাড়ি পাকার ২০ রশিয়া গ্রামে পৌঁছে দেন।
ডেইজি বলেন, ভাবতে পারিনি প্রাণে বাঁচব। আমাদের আল্লাহ রক্ষা করেছে। নৌকা ডোবার ভয়াবহতায় সারা রাত ঘুমাতে পারেনি তাঁর পুরো পরিবার।
আজ বৃহস্পতিবার ভোরে বোগলাউড়ি ঘাটে গিয়ে দেখা মেলে ডেইজি আরা খাতুনের বাবার সঙ্গে। বৃদ্ধ তাবারক হোসেন ঘুম থেকে উঠে উজিরপুর হতে রওনা দিয়েছেন মেয়ে ও নাতিকে দেখার জন্য। তিনি বলেন, মেয়ে এবং নাতি বেঁচে ফিরেছে এ জন্য মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর চর এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রাণে বেঁচে ফেরে আরও ২৫-৩০ জন। বেগুন ভর্তি বস্তা ধরে সাঁতার কেটে প্রাণে বাঁচেন মা ডেইজি ও তাঁর শিশু আফি।
মোসা. ডেইজি আরা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী। চাকরি করেন ইসলামিক ফাউন্ডেশনে। গতকাল মঙ্গলবার তাঁর মাসিক মিটিং ছিল শিবগঞ্জ উপজেলা পরিষদে। সে মিটিংয়ে যোগ দিতে সকালে তাঁর ১৮ মাসের মেয়ে আফি খাতুনকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ আসেন। এরপর মিটিং শেষে আবার ফেরার পালা। তাড়াহুড়ো করে অটোরিকশাযোগে পৌঁছে যান বোগলা উড়ি ঘাটে।
আজ সকালে ডেইজি আরা খাতুন আজকের পত্রিকাকে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে কোলের শিশুকে নিয়ে বোগলাউড়ি ঘাটে পৌঁছান তিনি। এ সময় একে একে নৌকায় মালসহ যাত্রী ওঠাতে থাকেন মাঝি ইসমাইল হোসেন। মঙ্গলবার ২০ রশিয়ার হাট থাকায় ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাল ভর্তি করে নৌকায়। এ ছাড়া গাদাগাদি করে ৪০-৫৫ জন মানুষ ওঠানো হয় নৌকাতে। এরপর এক কিলোমিটার পাড়ি দিয়ে মূল পদ্মায় পৌঁছে ৫০০ গজ ভেতরে যায়। এরপরেই প্রচণ্ড ঢেউ আর বাতাসে নৌকায় পানি উঠতে থাকতে। এ সময় পানি নিষ্কাশনের জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা পানি নিষ্কাশনের মধ্যেই আবারও প্রচণ্ড জোরে আঘাত করে একটি ঢেউ। তাতেই তলিয়ে যায় নৌকাটি। এ সময় সবাই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে। কেউ সাঁতরে ওঠে তীরে, কেউবা আবার কোনো কিছুকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করে।
ডেইজি আরা খাতুন আরও জানান, নৌকা ডুবে যাওয়ার পরে তাঁর কোলের শিশুটি হঠাৎ করে হাত থেকে ছুটে যায়। পরে প্রায় ১৫ মিনিট পর শিশু আফিয়াকে নদীতে ভাসতে দেখেন তিনি। এ সময় চোখে পড়ে একটি বেগুনের বস্তা পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বস্তাটিকে কোনো রকমে আঁকড়ে ধরেন তিনি। সে বস্তার ওপর বসিয়ে দেন শিশু আফিয়াকে। আর নিজে কোন রকমে বস্তার এক কোন ধরে সাঁতার কাটতে থাকেন। প্রায় ঘণ্টা খানিক সাঁতার কাটার পরে স্থানীয়রা গিয়ে তাঁদের উদ্ধার করে শ্বশুর বাড়ি পাকার ২০ রশিয়া গ্রামে পৌঁছে দেন।
ডেইজি বলেন, ভাবতে পারিনি প্রাণে বাঁচব। আমাদের আল্লাহ রক্ষা করেছে। নৌকা ডোবার ভয়াবহতায় সারা রাত ঘুমাতে পারেনি তাঁর পুরো পরিবার।
আজ বৃহস্পতিবার ভোরে বোগলাউড়ি ঘাটে গিয়ে দেখা মেলে ডেইজি আরা খাতুনের বাবার সঙ্গে। বৃদ্ধ তাবারক হোসেন ঘুম থেকে উঠে উজিরপুর হতে রওনা দিয়েছেন মেয়ে ও নাতিকে দেখার জন্য। তিনি বলেন, মেয়ে এবং নাতি বেঁচে ফিরেছে এ জন্য মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর চর এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং প্রাণে বেঁচে ফেরে আরও ২৫-৩০ জন। বেগুন ভর্তি বস্তা ধরে সাঁতার কেটে প্রাণে বাঁচেন মা ডেইজি ও তাঁর শিশু আফি।
গাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৮ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
৩৮ মিনিট আগেদিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং অন্যটি ২০১৩ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় নির্মাণ করে। সম্প্রতি মোহনপুর রাবার...
৪৩ মিনিট আগেনানা সমস্যার কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না সরকার। এসব সমস্যার মধ্যে রয়েছে বস্তায় ভরে ধান খাদ্যগুদামে নিয়ে যাওয়া, ধান শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশে নামিয়ে আনা, চিটার জন্য প্রতিমণে এক-দুই কেজি বেশি ধান নেওয়ার মতো নানা শর্ত এবং ব্যাংকে দৌড়াদৌড়ি করা। চলতি বছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রার.
২ ঘণ্টা আগে