উৎপাদন খরচও উঠছে না কমে যাচ্ছে ধান চাষ
শরীয়তপুরে গত পাঁচ বছরে ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ কমেছে। এতে উৎপাদন কমেছে ১২ হাজার মেট্রিক টন ধানের। যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৩৮ কোটি টাকা। বীজ, সার, সেচের জ্বালানির মূল্য ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ উঠছে না। ফলে আবাদে আগ্রহ হারাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকেরা।