Ajker Patrika

গাড়ি কম ফেরিঘাটে, খালি ফেরি যাচ্ছে শিমুলিয়ায়

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১১: ১৮
গাড়ি কম ফেরিঘাটে, খালি ফেরি যাচ্ছে শিমুলিয়ায়

ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে গেছেন অধিকাংশ মানুষ। তাই যানবাহনের চাপ কমেছে মাঝিরঘাট ফেরি ঘাটে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে যানবাহনের অভাবে মাঝিরঘাট থেকে খালি ফেরি যাচ্ছে শিমুলিয়ার উদ্দেশ্যে। তবে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ থাকায় অনেকেই পদ্মা পার হচ্ছেন ফেরিতে।

অপর দিকে যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করায় দুর্ভোগে পড়েছে মাঝিরঘাটে আসা যানবাহনের চালক ও যাত্রীরা।

গতকাল শুক্রবার সকালে মাঝির ঘাট ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের ১ ও ২ নম্বর পন্টুনে নোঙর করা আছে ফেরি রানীগঞ্জ ও ফরিদপুর। রানীগঞ্জের ধারণক্ষমতা ৪০ থেকে ৪৫টি ছোট যানবাহন হলেও দীর্ঘ সময় মাত্র ৪টি প্রাইভেট কার নিয়ে অপেক্ষা করছে। আবহাওয়া কিছুটা খারাপ থাকায় নিরাপত্তার কারণে অনেক যাত্রীরাই ফেরিতে উঠে বসেছেন। ফরিদপুর যানবাহন শূন্য অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১২টায় ছোট সাইজের ২২টি যানবাহন ও শ দু-এক যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ঘাট ত্যাগ করে রানীগঞ্জ।

শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে আসা রাবেয়া গাড়িটি ফেরিতে উঠিয়ে টার্মিনালের পাশের দোকানে অপেক্ষা করছেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে। বাবেয়া বেগম বলেন, দীর্ঘ ২ ঘণ্টা অপেক্ষা করছি। ঘাটে ফেরি আছে অথচ যানবাহনের অভাবে চালানো হচ্ছে না।

বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, দুই দিন ধরে এই ঘাটে যানবাহনের চাপ কমে গেছে। বর্তমানে এই ঘাটে থাকা চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত