শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বেড়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ক্রেতারা অভিযোগও করছেন। ভেজাল খাদ্য বিক্রি বন্ধে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালাচ্ছে। গত এক মাসে অভিযানে লাখ টাকার বেশি জরিমানাও করা হয়।
শরীয়তপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত এক মাসে খাবারে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রয়ের অভিযোগে ১৩টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার গোসাইরহাট উপজেলার বাজারে অভিযান চালিয়ে রওশনারা রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাইস মিলে মরিচ ও হলুদের গুঁড়া প্রক্রিয়াজাত করার সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লাল ও হলুদ রং মেশানোর প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। একই দিনে ওই বাজারের ভান্ডারি বেকারি নামের একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সেভেন আপের বোতলের গায়ে থাকা মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগ ওঠে ভেদরগঞ্জ উপজেলার হিমেল ট্রেডার্সের বিরুদ্ধে। এই অপরাধে গতকাল বুধবার প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেদরগঞ্জের এক নারী ক্রেতা মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনের অভিযোগ করেন। অভিযোগের শুনানি শেষে শরীয়তপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী এই জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
১৬ ফেব্রুয়ারি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনুই গ্রামের সৈয়দা পাপিয়া সারোয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে মেসার্স হিমেল ট্রেডার্সের বিরুদ্ধে এই অভিযোগ করেন। বিষয়টি সরেজমিন তদন্ত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। ভেদরগঞ্জের মেসার্স হিমেল ট্রেডার্সের স্টোর পরিদর্শন করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় মেয়াদোত্তীর্ণের সিল ছাড়া বোতল উদ্ধার করা হয়।
তদন্ত শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করা হয়। শুনানি শেষে গতকাল বুধবার ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সব পানীয় কোম্পানির ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগকারী সৈয়দা পাপিয়া সরোয়ার বলেন, ‘বোতলের গায়ে তারিখের লেভেলটি সন্দেহজনক হওয়ায় পাশের দোকান থেকে আরও একটি বোতল এনে বিষয়টি যাচাই করি। কোম্পানির মূল মেয়াদের সিলের সঙ্গে মিলিয়ে দেখি। তখন প্রকৃত সিলের সঙ্গে এর ভিন্নতা পাই। বিষয়টি আরও কয়েকজন ক্রেতা যাচাই করেন। বিষয়টি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ভোক্তা অধিকারে অভিযোগ করি। অভিযোগ প্রমাণিত হয়।’
হিমেল ট্রেডার্সের স্বত্বাধিকারী আফজাল হোসেন সবুজ বলেন, ‘স্টোররুমে বোতল দুটি পাওয়া গেছে। বোতলের গায়ে যে সিল পাওয়া গেছে, তা কে বা কারা করছে, আমি জানি না। আমার ব্যবসায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন। ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় আরও সতর্ক হয়ে কাজ করব, যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, ভোক্তা প্রতারিত হলে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া যায়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রতারণার শিকার না হন, সে জন্য জরিমানা ও সতর্ক করা হয়েছে।
শরীয়তপুরে খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বেড়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ক্রেতারা অভিযোগও করছেন। ভেজাল খাদ্য বিক্রি বন্ধে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালাচ্ছে। গত এক মাসে অভিযানে লাখ টাকার বেশি জরিমানাও করা হয়।
শরীয়তপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত এক মাসে খাবারে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বিক্রয়ের অভিযোগে ১৩টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার গোসাইরহাট উপজেলার বাজারে অভিযান চালিয়ে রওশনারা রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাইস মিলে মরিচ ও হলুদের গুঁড়া প্রক্রিয়াজাত করার সময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লাল ও হলুদ রং মেশানোর প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। একই দিনে ওই বাজারের ভান্ডারি বেকারি নামের একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সেভেন আপের বোতলের গায়ে থাকা মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগ ওঠে ভেদরগঞ্জ উপজেলার হিমেল ট্রেডার্সের বিরুদ্ধে। এই অপরাধে গতকাল বুধবার প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভেদরগঞ্জের এক নারী ক্রেতা মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তনের অভিযোগ করেন। অভিযোগের শুনানি শেষে শরীয়তপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী এই জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
১৬ ফেব্রুয়ারি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনুই গ্রামের সৈয়দা পাপিয়া সারোয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে মেসার্স হিমেল ট্রেডার্সের বিরুদ্ধে এই অভিযোগ করেন। বিষয়টি সরেজমিন তদন্ত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। ভেদরগঞ্জের মেসার্স হিমেল ট্রেডার্সের স্টোর পরিদর্শন করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় মেয়াদোত্তীর্ণের সিল ছাড়া বোতল উদ্ধার করা হয়।
তদন্ত শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে শুনানির আয়োজন করা হয়। শুনানি শেষে গতকাল বুধবার ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সব পানীয় কোম্পানির ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগকারী সৈয়দা পাপিয়া সরোয়ার বলেন, ‘বোতলের গায়ে তারিখের লেভেলটি সন্দেহজনক হওয়ায় পাশের দোকান থেকে আরও একটি বোতল এনে বিষয়টি যাচাই করি। কোম্পানির মূল মেয়াদের সিলের সঙ্গে মিলিয়ে দেখি। তখন প্রকৃত সিলের সঙ্গে এর ভিন্নতা পাই। বিষয়টি আরও কয়েকজন ক্রেতা যাচাই করেন। বিষয়টি ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ভোক্তা অধিকারে অভিযোগ করি। অভিযোগ প্রমাণিত হয়।’
হিমেল ট্রেডার্সের স্বত্বাধিকারী আফজাল হোসেন সবুজ বলেন, ‘স্টোররুমে বোতল দুটি পাওয়া গেছে। বোতলের গায়ে যে সিল পাওয়া গেছে, তা কে বা কারা করছে, আমি জানি না। আমার ব্যবসায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন। ভবিষ্যতে ব্যবসা পরিচালনায় আরও সতর্ক হয়ে কাজ করব, যেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, ভোক্তা প্রতারিত হলে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া যায়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রতারণার শিকার না হন, সে জন্য জরিমানা ও সতর্ক করা হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪