এই লিটনকেই কি না ‘ভুয়া’ শুনতে হয়
রানপ্রসবা উইকেট হলেও শেষ ওভারে ২৩ রান তোলা সহজসাধ্য নয়। বোলিংয়ে আবার অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে সামনে কী আছে, সেটি তো দেখার সুযোগ থাকে না। দলকে বাঁচাতে বুড়ো সামিউল্লাহ সিনওয়ারি প্রথম বল উড়িয়ে ফেললেন বাউন্ডারির বাইরে। পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে আফগান অলরাউন্ডার মারলেন চার। ২ বল