Ajker Patrika

ধারাবাহিক হলে বিশ্বের সেরা দলের কাতারে থাকতাম, লিটনের উপলব্ধি

ক্রীড়া ডেস্ক    
ধারাবাহিক হলে বিশ্বের সেরা দলের কাতারে থাকতাম, লিটন দাসের উপলব্ধি। ছবি: পিসিবি
ধারাবাহিক হলে বিশ্বের সেরা দলের কাতারে থাকতাম, লিটন দাসের উপলব্ধি। ছবি: পিসিবি

বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল। এই সংস্করণে বেশ লম্বা সময় ধরে ছন্দে নেই বাংলাদেশ দল। গত বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাড়া তারা হেরেছে যুক্তরাষ্ট্র, ভারত ও সবশেষ আরব আমিরাতের বিপক্ষে। পাকিস্তান সফরে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে তারা। বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের উপলব্ধি, ধারাবাহিক হলে বিশ্বের সেরা দলের কাতারে থাকত তাঁদের দল।

লাহোরে কাল মাঠে নামার আগে আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা যদি ধারাবাহিক হতাম অবশ্যই বিশ্বে সেরা দলের কাতারে থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু দুর্বলতা আছে। তাই আমরা ওি জিনিসগুলো নিয়ে কাজ করছি। কীভাবে ধারাবাহিক হওয়া যায়।’

আরব আমিরাতের কাছে হারের পর সমালোচনাও শুনতে হয়েছে লিটনদের। তবে সেটি ইতিবাচকভাবে নিয়ে পাকিস্তান সফরে ঘুরে দাঁড়ানোর আশা তাঁর, ‘আলোচনা সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা নরমাল জিনিস। আমাদের সবারই চেষ্টা থাকে কীভাবে ভালো ক্রিকেটটা খেলতে পারি। আমরা জানি কোথায় আমরা ভুল করেছি। আমরা চেষ্টা করব ওই ভুলগুলোর পুনরাবৃত্তি যেন এখানে না হয়। আমার মনে হয় আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। ভালো খেলা উপহার দিতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের সংস্করণে সাফল্যের হার বেশ কম বাংলাদেশের। ১৯ টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে ১৬ হার। তবে লিটনের আশা ভালো ভালো ক্রিকেট খেলার, ‘সিরিজে ভালো ক্রিকেটটা খেলতে চাই। আমরা কীভাবে উন্নতি করছি, উন্নতি মানে সব ম্যাচেই ফলাফল না। ফলাফল অনেক সময় আপনার দিকে আসবে না। কিন্তু কীভাবে ক্রিকেট খেলছেন এটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, যদি আমাদের প্রক্রিয়া ঠিক রেখে ক্রিকেট খেলতে পারি। তাহলে সফল হওয়ার ফলাফলটা বেশি থাকবে।’

দল ভালো ফল পেতে হলে অধিনায়কের দারুণ কিছু করাও জরুরি। লিটন তো বেশ লম্বা সময় ধরেই ছন্দে নেই। এ উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘দলে আমার ব্যাটিংয়ের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আমিও জানি সেটা। আমি চেষ্টা করব আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। দলে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা কয়েকজন ব্যাটার আছে। টি-টোয়েন্টি আমার কাছে মনে হয় এটা সিঙ্গেল হ্যান্ডের (একহাতের) খেলা। আমরা দল হিসেবে যদি ব্যাটিং বিভাগ ভালো করতে পারি। তাহলে ফলাফল আমাদের দিকে আসার সুযোগ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত