ক্রীড়া ডেস্ক
নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা কুড়ান, কিন্তু সম্প্রতি ব্যাট হাতে ভালো অবস্থায় নেই তিনি।
লিটন আত্মবিশ্বাসী নেতৃত্ব পাওয়ায় আবার রানের ফুলঝুরিও হতে পারে, ‘অধিনায়কত্ব বিষয়ে আমার রোল মডেল কেউই না। অধিনায়কত্ব ছাড়াও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে আসছি। এটা বিপরীতও হতে পারে, অধিনায়ক হয়ে আসার পর ভালোও খেলতে পারি।’
নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার আশা লিটনের, ‘স্বাভাবিক, এটা তো ইতিবাচকই। কারণ আপনি যখন একটা লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে এই সময়ের ভেতরে আমি আমার দলকে গুছিয়ে নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লম্বা সময়ের একটা চিন্তা-ধারা থাকলে। আমার হাতে যে খেলোয়াড়গুলো আছে ভালো কিছুই উপহার দিতে পারব।’
লিটনের স্বপ্ন তাঁর হাত ধরে বড় কিছু অর্জন করবে বাংলাদেশ, ‘এখানে জেদের কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা অধিনায়ক বাংলাদেশের সে চায় তার দলটা জিতুক। সুতরাং আমিও ব্যতিক্রম কিছু না। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যেকোনো সিরিজে গিয়ে জিততে পারি—লক্ষ্য একটাই।’
নেতৃত্বে কোনো চাপ দেখছেন না লিটন, ‘চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম অধিনায়ক ছিলাম না তখনো পারফর্ম খারাপ করেছি। এখানে এমন না যে অধিনায়ক হলে আবার খারাপ হবে। এটা একটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা সুযোগ এসেছে—আমরা সবাই বিশ্বাস করি যে যারা ইতিবাচকভাবে চিন্তা করে তারা এক-দুদিন পরেও ফলটা আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।’
নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা কুড়ান, কিন্তু সম্প্রতি ব্যাট হাতে ভালো অবস্থায় নেই তিনি।
লিটন আত্মবিশ্বাসী নেতৃত্ব পাওয়ায় আবার রানের ফুলঝুরিও হতে পারে, ‘অধিনায়কত্ব বিষয়ে আমার রোল মডেল কেউই না। অধিনায়কত্ব ছাড়াও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে আসছি। এটা বিপরীতও হতে পারে, অধিনায়ক হয়ে আসার পর ভালোও খেলতে পারি।’
নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার আশা লিটনের, ‘স্বাভাবিক, এটা তো ইতিবাচকই। কারণ আপনি যখন একটা লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে এই সময়ের ভেতরে আমি আমার দলকে গুছিয়ে নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লম্বা সময়ের একটা চিন্তা-ধারা থাকলে। আমার হাতে যে খেলোয়াড়গুলো আছে ভালো কিছুই উপহার দিতে পারব।’
লিটনের স্বপ্ন তাঁর হাত ধরে বড় কিছু অর্জন করবে বাংলাদেশ, ‘এখানে জেদের কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা অধিনায়ক বাংলাদেশের সে চায় তার দলটা জিতুক। সুতরাং আমিও ব্যতিক্রম কিছু না। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যেকোনো সিরিজে গিয়ে জিততে পারি—লক্ষ্য একটাই।’
নেতৃত্বে কোনো চাপ দেখছেন না লিটন, ‘চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম অধিনায়ক ছিলাম না তখনো পারফর্ম খারাপ করেছি। এখানে এমন না যে অধিনায়ক হলে আবার খারাপ হবে। এটা একটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা সুযোগ এসেছে—আমরা সবাই বিশ্বাস করি যে যারা ইতিবাচকভাবে চিন্তা করে তারা এক-দুদিন পরেও ফলটা আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।’
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
২ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৩ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে