Ajker Patrika

পাকিস্তানে গিয়ে দুঃসংবাদ দিলেন লিটন, ফিরে আসছেন দেশে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৯: ২৮
না খেলেই দেশে ফিরছেন লিটন দাস। ছবি: সংগৃহীত
না খেলেই দেশে ফিরছেন লিটন দাস। ছবি: সংগৃহীত

মাঠে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ভক্তরাও অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন তাঁর ব্যাটে রান দেখার। লিটনের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছিল সে রকমই একটা মঞ্চ। কিন্তু পাকিস্তানে গিয়ে চার দিনের মাথায় দুঃসংবাদ দিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। চোটে পড়ে দেশে ফিরে আসছেন লিটন।

চোটের বিষয়টি লিটন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন। জানিয়েছেন, চোট থেকে সেরে উঠতে তাঁর দুই সপ্তাহের মতো সময় লাগবে। নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিটন লিখেছেন, ‘আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে সত্যিই খুব উন্মুখ ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা ভিন্ন কিছু পরিকল্পনা করে রেখেছিলেন। অনুশীলন সেশনের সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে দেখা গেছে, হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, আর সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’

পিএসএল খেলতে গত মঙ্গলবার পাকিস্তানে গিয়েছিলেন লিটন। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও লিটনকে পিএসএলের পুরোটার জন্যই ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তাঁকে ছাড়াই ঘোষণা করা হয়েছিল সিলেট টেস্টের দল। কিন্তু চোটে পড়ে এখন পিএসএলও খেলা হবে না লিটনের।

দেশের ফেরার কথা জানিয়ে লিটন আরও লিখেছেন, ‘দুঃখজনকভাবে, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসকে জানাই শুভকামনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত