নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।
অন্যদিকে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক দশক ধরে। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও বছরের বেশির ভাগ সময় তিনি থাকেন রানখরায়। কাল লঙ্কানদের বিপক্ষে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ইনিংসটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশ্নটা থেকেই যায়—লিটনের এমন ইনিংস কেন আরও বেশি হয় না?
লিটনের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ দেশের সাবেকরাও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘একজন খেলোয়াড় শুবমান গিল সারা বছর রানের পর রান করে যাচ্ছে। আর লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ওই সময় বড় দলের বিপক্ষে ৬০-৭০ রান করত। এখন কেন পারছে না?’
পাইলট মনে করেন, সমস্যা লিটনের স্কিলে নয়, সমস্যাটা মাথায়, ‘ও রিভার্স সুইপ, পুল, সুইপ—সব শট পারে। স্কিলে দুর্দান্ত। ও যখন ভালো ব্যাটিং করে, দেখতে দারুণ লাগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণ ব্রেইন। মেধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই বুঝতে হবে। আমার মনে হয়, লিটন এখনো নিজের ৫০ ভাগও দিতে পারেনি।’
কলম্বোয় আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ১-১ সমতায় থাকায় অঘোষিত ফাইনাল শেষ ম্যাচটি। লিটনও চাইবেন নিয়মিত অধিনায়কত্বের শুরুটা যেন সিরিজ জয় দিয়েই হয়। এ জন্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।
অন্যদিকে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক দশক ধরে। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও বছরের বেশির ভাগ সময় তিনি থাকেন রানখরায়। কাল লঙ্কানদের বিপক্ষে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ইনিংসটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশ্নটা থেকেই যায়—লিটনের এমন ইনিংস কেন আরও বেশি হয় না?
লিটনের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ দেশের সাবেকরাও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘একজন খেলোয়াড় শুবমান গিল সারা বছর রানের পর রান করে যাচ্ছে। আর লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ওই সময় বড় দলের বিপক্ষে ৬০-৭০ রান করত। এখন কেন পারছে না?’
পাইলট মনে করেন, সমস্যা লিটনের স্কিলে নয়, সমস্যাটা মাথায়, ‘ও রিভার্স সুইপ, পুল, সুইপ—সব শট পারে। স্কিলে দুর্দান্ত। ও যখন ভালো ব্যাটিং করে, দেখতে দারুণ লাগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণ ব্রেইন। মেধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই বুঝতে হবে। আমার মনে হয়, লিটন এখনো নিজের ৫০ ভাগও দিতে পারেনি।’
কলম্বোয় আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ১-১ সমতায় থাকায় অঘোষিত ফাইনাল শেষ ম্যাচটি। লিটনও চাইবেন নিয়মিত অধিনায়কত্বের শুরুটা যেন সিরিজ জয় দিয়েই হয়। এ জন্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—খুবই গুরুত্বপূর্ণ।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৯ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে