Ajker Patrika

১০ বছরে লিটন নিজের ৫০ ভাগও দিতে পারেননি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২১: ০৫
লিটন দাস নিজের ৫০ ভাগও দিতে পারেনি বলে অভিমত সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের। ছবি: ফেসবুক
লিটন দাস নিজের ৫০ ভাগও দিতে পারেনি বলে অভিমত সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের। ছবি: ফেসবুক

ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।

অন্যদিকে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক দশক ধরে। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও বছরের বেশির ভাগ সময় তিনি থাকেন রানখরায়। কাল লঙ্কানদের বিপক্ষে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ইনিংসটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশ্নটা থেকেই যায়—লিটনের এমন ইনিংস কেন আরও বেশি হয় না?

লিটনের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ দেশের সাবেকরাও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘একজন খেলোয়াড় শুবমান গিল সারা বছর রানের পর রান করে যাচ্ছে। আর লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ওই সময় বড় দলের বিপক্ষে ৬০-৭০ রান করত। এখন কেন পারছে না?’

পাইলট মনে করেন, সমস্যা লিটনের স্কিলে নয়, সমস্যাটা মাথায়, ‘ও রিভার্স সুইপ, পুল, সুইপ—সব শট পারে। স্কিলে দুর্দান্ত। ও যখন ভালো ব্যাটিং করে, দেখতে দারুণ লাগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণ ব্রেইন। মেধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই বুঝতে হবে। আমার মনে হয়, লিটন এখনো নিজের ৫০ ভাগও দিতে পারেনি।’

কলম্বোয় আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ১-১ সমতায় থাকায় অঘোষিত ফাইনাল শেষ ম্যাচটি। লিটনও চাইবেন নিয়মিত অধিনায়কত্বের শুরুটা যেন সিরিজ জয় দিয়েই হয়। এ জন্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—খুবই গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত