নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।
অন্যদিকে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক দশক ধরে। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও বছরের বেশির ভাগ সময় তিনি থাকেন রানখরায়। কাল লঙ্কানদের বিপক্ষে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ইনিংসটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশ্নটা থেকেই যায়—লিটনের এমন ইনিংস কেন আরও বেশি হয় না?
লিটনের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ দেশের সাবেকরাও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘একজন খেলোয়াড় শুবমান গিল সারা বছর রানের পর রান করে যাচ্ছে। আর লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ওই সময় বড় দলের বিপক্ষে ৬০-৭০ রান করত। এখন কেন পারছে না?’
পাইলট মনে করেন, সমস্যা লিটনের স্কিলে নয়, সমস্যাটা মাথায়, ‘ও রিভার্স সুইপ, পুল, সুইপ—সব শট পারে। স্কিলে দুর্দান্ত। ও যখন ভালো ব্যাটিং করে, দেখতে দারুণ লাগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণ ব্রেইন। মেধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই বুঝতে হবে। আমার মনে হয়, লিটন এখনো নিজের ৫০ ভাগও দিতে পারেনি।’
কলম্বোয় আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ১-১ সমতায় থাকায় অঘোষিত ফাইনাল শেষ ম্যাচটি। লিটনও চাইবেন নিয়মিত অধিনায়কত্বের শুরুটা যেন সিরিজ জয় দিয়েই হয়। এ জন্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুবমান গিল আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন মাত্র পাঁচ বছর আগে। বয়সেও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের চেয়ে পাঁচ বছরের ছোট। কিন্তু এই অল্প সময়েই গিল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, ব্যক্তিগত নৈপুণ্যে দলকে জেতাচ্ছেনও।
অন্যদিকে লিটন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক দশক ধরে। মাঝে মাঝে ভালো ইনিংস খেললেও বছরের বেশির ভাগ সময় তিনি থাকেন রানখরায়। কাল লঙ্কানদের বিপক্ষে ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ইনিংসটি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রশ্নটা থেকেই যায়—লিটনের এমন ইনিংস কেন আরও বেশি হয় না?
লিটনের পারফরম্যান্স নিয়ে তাই হতাশ দেশের সাবেকরাও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘একজন খেলোয়াড় শুবমান গিল সারা বছর রানের পর রান করে যাচ্ছে। আর লিটন দাস ১০ বছর আগে থেকে খেলছে। ওই সময় বড় দলের বিপক্ষে ৬০-৭০ রান করত। এখন কেন পারছে না?’
পাইলট মনে করেন, সমস্যা লিটনের স্কিলে নয়, সমস্যাটা মাথায়, ‘ও রিভার্স সুইপ, পুল, সুইপ—সব শট পারে। স্কিলে দুর্দান্ত। ও যখন ভালো ব্যাটিং করে, দেখতে দারুণ লাগে। কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণ ব্রেইন। মেধা কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই বুঝতে হবে। আমার মনে হয়, লিটন এখনো নিজের ৫০ ভাগও দিতে পারেনি।’
কলম্বোয় আগামী পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। ১-১ সমতায় থাকায় অঘোষিত ফাইনাল শেষ ম্যাচটি। লিটনও চাইবেন নিয়মিত অধিনায়কত্বের শুরুটা যেন সিরিজ জয় দিয়েই হয়। এ জন্য ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—খুবই গুরুত্বপূর্ণ।
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোরকার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।
৩৮ মিনিট আগেমাত্র ১৯৩ রানের ছোটখাটো লক্ষ্য—যাকে রান তাড়া নয়, বরং শেষ কাজটা সেরে ফেলা বলা যায়। সেই কাজটা করতে পারল না ভারত। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে এ রান তাড়া মামুলি ব্যাপারই হওয়ার কথা ছিল সফরকারীদের। উইকেটের কাঁপুনি, স্নায়ুর চাপ আর ইংলিশ বোলারদের নিখুঁত শিকারবৃত্তি মিলে গুঁড়িয়ে গেল ভারতের জয়ের স্বপ্ন। লর্ডসের
১২ ঘণ্টা আগেসহজ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে আজ জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। লক্ষ্য তাড়ার শুরুটা অবশ্য সহজ ছিল না। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চাপে না পড়ে বরং সেখান থেকে ঝোড়ো এক ইনিংস উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। ফলে ২৫ বল হাতে রেখে ১৪২ রান তাড়া করে প্রোটিয়ারা।
১৪ ঘণ্টা আগেগত বছরের সেপ্টেম্বরে ভারত সফরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের আগে দেশ ছেড়েছিলেন, তারপর আর দেশে ফেরা হয়নি তাঁর। তারকা অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনাও সেভাবে দেখা মিলছে না। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাকিবের ফেরার ইস্যু আমিনুল ইসলাম বুলবুল
১৪ ঘণ্টা আগে