ক্রীড়া ডেস্ক
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।
২৭ রানে অলআউট হলেও অল্পের জন্য টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড থেকে বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডটি এখনো নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে কিউইরা ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৭০ বছর আগের সেই ম্যাচটি হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট এমনিতেই হয়ে উঠেছিল ব্যাটারদের বধ্যভূমি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল দলগুলো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৯ রান থেকে অস্ট্রেলিয়া গতকাল মধ্যরাতে তৃতীয় দিনের খেলা শুরু করে। তাদের নামের পাশে তখন ২৯ ওভার। দিনের খেলা শুরু করতে নেমে মাত্র ৮ ওভার টিকতে পারে অজিরা। ৩৭ ওভারে ১২১ রানে গুটিয়ে গেল অজিরা। তাদের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৫ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ৪ ও ১ উইকেট।
অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। গতকালের পরও হাতে দুই দিন অতিরিক্ত বাকি ছিল উইন্ডিজের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের তাণ্ডবে ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে গেল উইন্ডিজ। স্বাগতিকদের ইনিংসের সাত ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সর্বোচ্চ ১১ রান এসেছে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে। তিনিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৯ রানে নিয়েছেন ৬ উইকেট। স্কট বোল্যান্ড তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তিনি পেয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। ১৭৬ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অজিরা। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—দুটি পুরস্কারই পেয়েছেন স্টার্ক। ম্যাচে ৪১ রানে নিয়েছেন ৭ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৪৬ রান।
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।
২৭ রানে অলআউট হলেও অল্পের জন্য টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড থেকে বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডটি এখনো নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে কিউইরা ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৭০ বছর আগের সেই ম্যাচটি হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট এমনিতেই হয়ে উঠেছিল ব্যাটারদের বধ্যভূমি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল দলগুলো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৯ রান থেকে অস্ট্রেলিয়া গতকাল মধ্যরাতে তৃতীয় দিনের খেলা শুরু করে। তাদের নামের পাশে তখন ২৯ ওভার। দিনের খেলা শুরু করতে নেমে মাত্র ৮ ওভার টিকতে পারে অজিরা। ৩৭ ওভারে ১২১ রানে গুটিয়ে গেল অজিরা। তাদের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৫ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ৪ ও ১ উইকেট।
অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। গতকালের পরও হাতে দুই দিন অতিরিক্ত বাকি ছিল উইন্ডিজের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের তাণ্ডবে ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে গেল উইন্ডিজ। স্বাগতিকদের ইনিংসের সাত ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সর্বোচ্চ ১১ রান এসেছে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে। তিনিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৯ রানে নিয়েছেন ৬ উইকেট। স্কট বোল্যান্ড তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তিনি পেয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। ১৭৬ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অজিরা। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—দুটি পুরস্কারই পেয়েছেন স্টার্ক। ম্যাচে ৪১ রানে নিয়েছেন ৭ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৪৬ রান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তাদের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ করেছেন উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে সূত্র।
১ মিনিট আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। মাঠের অবস্থা দেখেই বাংলাদেশ কোচ পিটার বাটলার বুঝে যান, তা খেলার অযোগ্য। খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি সবার আগে ভাবনায় এল তাঁর। তবু মাঠে নামতে হলো দুই দলকে। প্রথমার্ধ শেষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৭ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে গত কয়েক বছরে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে অনেক বেশি। ক্রিকেটাররা তো বটেই, সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ থেকে বাদ যান না কোচেরাও। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন নামবে সিরিজ জয়ের লড়াইয়ে, সেই সময়ে ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন।
৩০ মিনিট আগে১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট—এমন স্কোরকার্ড দেখে কীইবা বলার থাকে! দলের এমন অবস্থায় অধিনায়কই তো সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। জ্যামাইকায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের এমন হতশ্রী ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ঝেরেছেন দলটির অধিনায়ক রস্টন চেজ।
২ ঘণ্টা আগে