ক্রীড়া ডেস্ক
সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে আজ জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। লক্ষ্য তাড়ার শুরুটা অবশ্য সহজ ছিল না। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চাপে না পড়ে বরং সেখান থেকে ঝোড়ো এক ইনিংস উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। ফলে ২৫ বল হাতে রেখে ১৪২ রান তাড়া করে প্রোটিয়ারা।
১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪১ রান করায় ম্যাচসেরা হন ব্রেভিস। যদিও ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন রুবিন হারমান। ২৩ রানে অপরাজিত থাকেন করবিন বশ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ৩ ও ট্রেভর গোয়ান্ডু নেন দুই উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ফিফটির পরও ৬ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন রাজা। প্রোটিয়াদের হয়ে ১০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্জ লিন্ডা। দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।
সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে আজ জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। লক্ষ্য তাড়ার শুরুটা অবশ্য সহজ ছিল না। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চাপে না পড়ে বরং সেখান থেকে ঝোড়ো এক ইনিংস উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। ফলে ২৫ বল হাতে রেখে ১৪২ রান তাড়া করে প্রোটিয়ারা।
১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪১ রান করায় ম্যাচসেরা হন ব্রেভিস। যদিও ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন রুবিন হারমান। ২৩ রানে অপরাজিত থাকেন করবিন বশ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ৩ ও ট্রেভর গোয়ান্ডু নেন দুই উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ফিফটির পরও ৬ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন রাজা। প্রোটিয়াদের হয়ে ১০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্জ লিন্ডা। দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি দুটি ম্যাচের মাঝখানে অন্তত ৭২ ঘণ্টার বিরতি দিতে একমত হয়েছে ফিফা ও খেলোয়াড়দের ইউনিয়ন; যাতে খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম পান। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অবশ্য দেখা মিলছে ভিন্ন চিত্রের। এক দিন বিরতি দিয়েই মাঠে নামতে হচ্ছে ফুটবলারদের। এ নিয়ে চটেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
৬ মিনিট আগেশোয়েব বশিরের বল কোনোরকমে ডিফেন্ড করতে চেয়েছিলেন মোহাম্মদ সিরাজ। কিন্তু সেই বল গড়িয়ে গড়িয়ে স্টাম্পে আঘাত হানতেই লর্ডসে ইংল্যান্ডের বাধভাঙা উদযাপন শুরু। অন্যদিকে তখন ভারতের হতাশা। এত কাছে এসেও লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টটা ২২ রানে হারতে হলো ভারতকে।
৮ মিনিট আগেজ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোরকার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।
১ ঘণ্টা আগেমাত্র ১৯৩ রানের ছোটখাটো লক্ষ্য—যাকে রান তাড়া নয়, বরং শেষ কাজটা সেরে ফেলা বলা যায়। সেই কাজটা করতে পারল না ভারত। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে এ রান তাড়া মামুলি ব্যাপারই হওয়ার কথা ছিল সফরকারীদের। উইকেটের কাঁপুনি, স্নায়ুর চাপ আর ইংলিশ বোলারদের নিখুঁত শিকারবৃত্তি মিলে গুঁড়িয়ে গেল ভারতের জয়ের স্বপ্ন। লর্ডসের
১৩ ঘণ্টা আগে