ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরা সফরে আসন্ন দুটি টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আসন্ন পাকিস্তান-আমিরাত সিরিজে লিটনের সহ অধিনায়ক হিসেবে কাজ করবেন শেখ মেহেদী হাসান।
২০২৪-এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে। ২০ ওভারের ক্রিকেটে লম্বা মেয়াদেই অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। লিটনকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করেছে বিসিবি। বিষয়টি আজ মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
আমিরাত-পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। সবশেষ তাঁরা বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে। শান্ত অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ছিলেন না। সবশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নিয়মিত একাদশেই জায়গা পাননি শান্ত।
টপ অর্ডারে থাকছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের মতো বাঁহাতিরা। লিটনের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকবেন জাকের আলী অনিক। শেষের দিকে ঝড় তুলতে জাকেরের সঙ্গে থাকছেন শামীম হোসেন পাটোয়ারী। পেস বোলিং লাইনআপে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান-আরব আমিরাত সিরিজে স্পিন বোলিং আক্রমণে সহ অধিনায়ক শেখ মেহেদীর সঙ্গে থাকছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। রিশাদের লেগস্পিনের সঙ্গে তাঁর ব্যাটিং কার্যকরী হয়ে উঠতে পারে। শেখ মেহেদীও ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
পাকিস্তান-আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মোস্তাফিজু্র রহমান, শেখ মেহেদী হাসান (সহ অধিনায়ক), নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরা সফরে আসন্ন দুটি টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আসন্ন পাকিস্তান-আমিরাত সিরিজে লিটনের সহ অধিনায়ক হিসেবে কাজ করবেন শেখ মেহেদী হাসান।
২০২৪-এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটন নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে। ২০ ওভারের ক্রিকেটে লম্বা মেয়াদেই অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। লিটনকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করেছে বিসিবি। বিষয়টি আজ মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
আমিরাত-পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। সবশেষ তাঁরা বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে। শান্ত অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ছিলেন না। সবশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নিয়মিত একাদশেই জায়গা পাননি শান্ত।
টপ অর্ডারে থাকছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনের মতো বাঁহাতিরা। লিটনের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকবেন জাকের আলী অনিক। শেষের দিকে ঝড় তুলতে জাকেরের সঙ্গে থাকছেন শামীম হোসেন পাটোয়ারী। পেস বোলিং লাইনআপে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান-আরব আমিরাত সিরিজে স্পিন বোলিং আক্রমণে সহ অধিনায়ক শেখ মেহেদীর সঙ্গে থাকছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। রিশাদের লেগস্পিনের সঙ্গে তাঁর ব্যাটিং কার্যকরী হয়ে উঠতে পারে। শেখ মেহেদীও ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।
পাকিস্তান-আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মোস্তাফিজু্র রহমান, শেখ মেহেদী হাসান (সহ অধিনায়ক), নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৮ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৯ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে