Ajker Patrika

লিটন কি পারবেন আজ নিজের গল্পটা বদলে দিতে

ক্রীড়া ডেস্ক    
সিরিজ বাঁচানোর ম্যাচে নিজের ছন্দ খুঁজে পাওয়ার চাপ লিটন দাসের। ছবি: সংগৃহীত
সিরিজ বাঁচানোর ম্যাচে নিজের ছন্দ খুঁজে পাওয়ার চাপ লিটন দাসের। ছবি: সংগৃহীত

এখন যেন হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। লিটন দাসের টানা ব্যর্থতা এখন আর অস্বীকার করার কিছু নেই। তাঁর নেতৃত্বে আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে—লিটন কি আজ জ্বলে উঠতে পারবেন?

সাম্প্রতিক ফর্ম নিয়ে লিটন নিজেও সন্তুষ্ট নন। নিজেই সে কথা বিভিন্ন সময় সংবাদমাধ্যমকে বলছেন। কিন্তু ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—সেই দায়িত্ব কতটুকুইবা করতে পারছেন বাংলাদেশ অধিনায়ক। তিন সংস্করণ মিলিয়ে নিজের সবশেষ ৩১ ইনিংসে শুধু একবার ফিফটি করতে পেরেছেন। এর মধ্যে ১৪ ইনিংসে লিটন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

শ্রীলঙ্কা সফরে প্রথম ওয়ানডেতে ০ রানে আউট হলে পরে সিরিজে একাদশ থেকেও বাদ পড়েছেন। টি-টোয়েন্টি সিরিজেও ব্যতিক্রম কিছু দেখা যায়নি। প্রথম ম্যাচে ১১ বলে ৬ রান করে আউট হন লিটন। অথচ পাওয়ার প্লেতে ভালো শুরু পেয়েও তাঁর উইকেট পতনের পর ছন্দ হারায় বাংলাদেশ, হাতছাড়া হয় ম্যাচও পরে।

লিটনের নিজের কাছেও এই পারফরম্যান্স সন্তোষজনক নয়—সেটি তিনি সংবাদমাধ্যমে খোলামেলাভাবেই বলেছেন। কিন্তু ব্যক্তিগত হতাশা আর দলের অধিনায়কের চাপ, দুটো একসঙ্গে বয়ে বেড়ানো সহজ নয়। ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—এই ধারণা এখন প্রশ্নের মুখে। অবশ্য বোর্ড ও টিম ম্যানেজমেন্ট সমর্থন দিয়ে যাচ্ছে লিটনকে।

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স আত্মবিশ্বাসে ঘাটতি দেখছেন লিটনের। রাখঢাক না রেখেই গতকাল ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার মনে হয় এখন তাঁর আত্মবিশ্বাস কম আছে। আমরা জানি সে কী করতে পারে। আমরা তাঁকে ওই জায়গায় ফিরিয়ে নিতে কঠোর পরিশ্রম করছি। আশা করি সে পরের ম্যাচে ওই জায়গাটায় যাবে, তাঁর সামর্থ্য দেখাবে।’

আজ সিরিজ বাঁচানোর মঞ্চে নিজের প্রত্যাবর্তনেরও সুযোগ লিটনের। গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয় দারুণ কিছু করার চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। আর ক্রিকেটে ‘এক ইনিংসই অনেক কিছু বদলে দেয়’—সেই সুযোগটা আজও পাচ্ছেন লিটন। প্রশ্ন একটাই—তিনি কি পারবেন নিজের গল্পটা বদলে দিতে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আকাঙ্ক্ষা হারিয়ে গেছে

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত