Ajker Patrika

নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২ গোল দিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে
নেপালের বিপক্ষে প্রথমার্ধে ২ গোল দিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচেও দাপুটে শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নেপালের বিপক্ষে আফঈদা খন্দকাররা প্রথমার্ধ শেষ করেছেন ২-০ গোলে এগিয়ে থেকে। গোল দুটি করেন মোসাম্মৎ সাগরিকা ও সিনহা জাহান শিখা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় তৃতীয় মিনিটে কর্নার থেকে আসা বল কেড়ে নিতে বক্সের ভেতর সৃষ্টি হয় জটলা। সেখানে নেপাল গোলরক্ষক সুজাতা তামাংকে একা পেয়ে গোল করতে পারেননি আগের ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকা।

৮ মিনিটে জয়নব বিবি রিতার দারুণ এক পাসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সিনহা জাহান শিখা। একের পর এক আক্রমণে নেপালকে চাপে রাখার সুফল বাংলাদেশ পায় ১৪ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে সাগরিকার পাস ধরে বক্সে ঢুকে পড়েন মুনকি। দুই ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তাঁর সেই শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নেপালের গঙ্গা রোকিয়া। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। উল্টো বল ঠেলে দেন শিখার কাছে। দারুণ এক শটে জাল কাঁপিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন শিখা।

১৯ মিনিটে জয়নবের দূরপাল্লার শটে পা লাগাতে পারেননি সাগরিকা। সুজাতার সঙ্গে সংঘর্ষে চোট পান তিনি। ২৬ মিনিটে সেনু পারিয়ারকে বক্সের খানিকটা সামনে ফাউল করেন পূজা দাস। ফ্রি কিক থেকে আনিশা রায়ের শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় নেপাল।

৩৬ মিনিটে শান্তি মার্দির ক্রসে বল পেয়ে দুবারের চেষ্টায় সুজাতাকে টপকাতে ব্যর্থ হন শিখা। তবে সুযোগ সন্ধানী সাগরিকা কোনো ভুল করেননি। সুজাতার হাত ফসকে বেরিয়ে যাওয়া বল দ্রুত জালে ফেলেন তিনি। ৪৩ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা রানি মণ্ডলকে একা পেয়ে যান মিনা দেউবা। বক্সের বাইরে থেকে তাঁর দূরপাল্লার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বর্ণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত