ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৯ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে