ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরুর পর খেই হারায় বাংলাদেশের ব্যাটিং। তানজিদ হাসান তামিমের ঝোড়ো শুরুর সৌজন্যে ৩.৫ ওভারেই ৪৪ রান তোলে তারা। তারপর ১২ রানের মধ্যে ৫ উইকেট হারায়। সেখানেই মূলত ম্যাচ ফসকে বাংলাদেশের। এর মধ্যে তাওহীদ হৃদয়ের ওপর লিটন দাসের মেজাজ হারানো নিয়েও চলছে আলোচনা।
পাওয়ার প্লের শেষ ওভারে রান না নেওয়া নিয়ে হৃদয়ের ওপর মেজাজ হারান লিটন। পরের বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন।
মেজাজ হারানোর পরের বলেই বাজে শটে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। তাঁর পর হৃদয়-জাকের আলী অনিকরা একে একে বিদায় নিলে পথ হারায় বাংলাদেশ। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ রাজা ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময়ও লিটনের কাছে মেজাজ হারানো প্রসঙ্গে জানতে চান রমিজ, ‘আপনার আউট নিয়ে কি বলবেন, একটা সিঙ্গেল না নেওয়ায় উত্তেজিত হওয়ার পর পরই আউট হয়ে গেলেন?’
লিটন অবশ্য আউটের পেছনে কাউকে দায় দেননি। তবে সিঙ্গেল নিতে হৃদয়ের সাড়া না দেওয়াকে মৌলিক কাজের ব্যত্যয় বললেন, ‘আসলে তা নয় (মেজাজ হারানোয় আউট নয়)। এটা মৌলিক ব্যাপার। আপনাকে মৌলিক জিনিসগুলো তো করতে হবে। পরপর দুটি উইকেট পড়ল। আমরা দুটি রান নিইনি। দায় দিচ্ছি না, তবে মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হবে।’
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৮ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৮ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে