ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা আজ পৌঁছালেন পাকিস্তানে।
বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর আজ সকালে পৌঁছেছে লাহোরে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লাহোরে একটি হোটেলের সামনে বাংলাদেশ দলকে বহনকারী একটি বাস এসে পৌঁছেছে সেখানে। সেই গাড়ি থেকে এক এক করে নেমে আসছেন তানজিদ হাসান তামিম, জাকের, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা। প্রত্যেকের হাতেই বিশাল বড় লাগেজ। শান্ত, লিটন, শরীফুলরাও লাগেজ হাতে নিয়ে পৌঁছেছেন লাহোরের সেই হোটেলে। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও ছিলেন দলের সঙ্গে।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর গতকাল পৌঁছেছে। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। আর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই পাকিস্তানে বসে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। মিরাজ-রিশাদ লাহোর কালান্দার্স দলে থাকলেও ফাইনালে খেলার সুযোগ হয়েছে শুধু রিশাদের।
পিএসএল ফাইনালের পর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন:
পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পরশু। সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসসহ নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিকরা আজ পৌঁছালেন পাকিস্তানে।
বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর আজ সকালে পৌঁছেছে লাহোরে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, লাহোরে একটি হোটেলের সামনে বাংলাদেশ দলকে বহনকারী একটি বাস এসে পৌঁছেছে সেখানে। সেই গাড়ি থেকে এক এক করে নেমে আসছেন তানজিদ হাসান তামিম, জাকের, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসানরা। প্রত্যেকের হাতেই বিশাল বড় লাগেজ। শান্ত, লিটন, শরীফুলরাও লাগেজ হাতে নিয়ে পৌঁছেছেন লাহোরের সেই হোটেলে। প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনও ছিলেন দলের সঙ্গে।
লাহোরে বাংলাদেশ ক্রিকেট দলের একটি বহর গতকাল পৌঁছেছে। ১০ জনের বহরে আছেন ৪ ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আছেন এই বহরে। আর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আগেভাগেই পাকিস্তানে বসে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। মিরাজ-রিশাদ লাহোর কালান্দার্স দলে থাকলেও ফাইনালে খেলার সুযোগ হয়েছে শুধু রিশাদের।
পিএসএল ফাইনালের পর বাংলাদেশ ও পাকিস্তানের ব্যস্ততা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ৩০ মে ও ১ জুন। তিনটি টি-টোয়েন্টিই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন:
পাকিস্তানে পৌঁছেছেন ইমন-তানজিম সাকিবেরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে
ওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
২৩ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগেলর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এ ক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
৪ ঘণ্টা আগে