পেলেকে স্মরণ করার ম্যাচে শীর্ষে রিয়াল
ক্রীড়া ডেস্কপেলের মৃত্যুতে শোকাহত পুরো ক্রীড়াঙ্গন, যা গতকাল দেখা গেল হোসে জোরিল্লা স্টেডিয়ামে রিয়াল ভায়াদোলিদ-রিয়াল মাদ্রিদ ম্যাচে। ম্যাচ শুরুর আগে খেলোয়াড় থেকে শুরু করে দর্শক সবাই পেলেকে স্মরণ করেন। এই ম্যাচে ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে লস-ব্লাংকোসরা।