Ajker Patrika

বেনজেমার চোট নিয়ে কী ভাবছেন আনচেলত্তি 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ১৫
বেনজেমার চোট নিয়ে কী ভাবছেন আনচেলত্তি 

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাতে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে। ভ্যালেন্সিয়াকে হারিয়েও করিম বেনজেমা, এদের মিলিতাওদের চোটে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। 

গতকাল প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছেড়েছেন মিলিতাও। ৩৬ মিনিটে মিলিতাওকে উঠিয়ে দানি কারভাহালকে নামানো হয়। এরপর দ্বিতীয়ার্ধে চোটে পড়েন বেনজেমা। ৬০ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ফরাসি এই ফরোয়ার্ড। তখন রদ্রিগোকে মাঠে নামিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে লস ব্লাংকোসদের কোচ বলেন, ‘বেনজেমার চোট তেমন একটা চিন্তার বিষয় নয়। তার চেয়ে মিলিতাওয়ের চোট কিছুটা গুরুতর। তাঁরা দুজনই পেশাদার ফুটবলার। নিজেরাই আমাকে বদলি হওয়ার কথা বলেছে। আগামীকাল আমরা দুজনেরই পরীক্ষা করব। মৌসুমের এই পর্যায়ে চোট হয়েই থাকে।’ 

রিয়ালের দুটি গোলেই গতকাল অবদান রেখেছেন বেনজেমা। গোল না করলেও অ্যাসিস্ট করেছেন ফরাসি এই ফরোয়ার্ড। ৫২ মিনিটে দলের প্রথম গোল করেন মার্কো অ্যাসেনসিও। এরপর ৫৪ মিনিটে গোল করেন ভিনিসিউস জুনিয়র। ২-০ গোলে জিতে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে লস ব্লাংকোসরা। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত