আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তবে শাস্তি এখানেই শেষ হচ্ছে না ফেরান তোরেসের। বার্সেলোনা ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত রোববার লা লিগায় আতলেতিকোকে তাদেরই মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে হারায় বার্সা। ২২ মিনিটে ওসমানে দেম্বেলের দেওয়া একমাত্র গোল আর শোধ দিতে পারেনি দিয়েগো সিমিওনের দল। তবে অতিরিক্ত সময়ে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচটি।
আতলেতিকোর ডিফেন্ডার স্তেভান সাভিচের সঙ্গে হাতাহাতিতে জড়ান তোরেস। একজন আরেকজনকে গলাও চেপে ধরেন। দেখে মনে হচ্ছিল, যেন মাঠে রেসলিং খেলতে নেমেছেন তোরেস-সাভিচ। এ ঘটনায় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে রেফারি দুজনকে লাল কার্ড দেখান।
অন্য খেলোয়াড়কে অপমান ও হাতাহাতিতে আঘাত দেওয়ার কারণে আরও বেশি ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা ছিল তোরেসের। তবে লা লিগা কমিটি তোরেস ও ও সাভিচকে দুই ম্যাচ নিষিদ্ধ করে ছেড়ে দিয়েছে, যা কেবল প্রযোজ্য হবে লা লিগাতেই।
লিগে তোরেস খেলতে পারবেন না গেতাফে ও জিরোনার বিপক্ষে। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে পাওয়া যাবে আসন্ন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে ম্যাচে। এদিকে লা লিগায় পরের দুই ম্যাচের জন্য রবার্ট লেভানদফস্কিকে পাবে না বার্সা।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। তবে শাস্তি এখানেই শেষ হচ্ছে না ফেরান তোরেসের। বার্সেলোনা ফরোয়ার্ডকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
গত রোববার লা লিগায় আতলেতিকোকে তাদেরই মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে হারায় বার্সা। ২২ মিনিটে ওসমানে দেম্বেলের দেওয়া একমাত্র গোল আর শোধ দিতে পারেনি দিয়েগো সিমিওনের দল। তবে অতিরিক্ত সময়ে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচটি।
আতলেতিকোর ডিফেন্ডার স্তেভান সাভিচের সঙ্গে হাতাহাতিতে জড়ান তোরেস। একজন আরেকজনকে গলাও চেপে ধরেন। দেখে মনে হচ্ছিল, যেন মাঠে রেসলিং খেলতে নেমেছেন তোরেস-সাভিচ। এ ঘটনায় অতিরিক্ত দ্বিতীয় মিনিটে রেফারি দুজনকে লাল কার্ড দেখান।
অন্য খেলোয়াড়কে অপমান ও হাতাহাতিতে আঘাত দেওয়ার কারণে আরও বেশি ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা ছিল তোরেসের। তবে লা লিগা কমিটি তোরেস ও ও সাভিচকে দুই ম্যাচ নিষিদ্ধ করে ছেড়ে দিয়েছে, যা কেবল প্রযোজ্য হবে লা লিগাতেই।
লিগে তোরেস খেলতে পারবেন না গেতাফে ও জিরোনার বিপক্ষে। তবে সাবেক ম্যানচেস্টার সিটি তারকাকে পাওয়া যাবে আসন্ন স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে ম্যাচে। এদিকে লা লিগায় পরের দুই ম্যাচের জন্য রবার্ট লেভানদফস্কিকে পাবে না বার্সা।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে