বার্সার শিরোপা জয়ের ব্যাপারে নিশ্চিত লেভা
গত মৌসুম শিরোপাবিহীন কেটেছে বার্সেলোনার। সেই খরা কাটাতে এবার রবার্ট লেভানডোভস্কি-রাফিনহাদের মতো তারকাদের ক্যাম্প ন্যুয়ে এনেছে কাতালান জায়ান্টরা। কোচ জাভির অধীনে এবার শিরোপা জয়ে ফিরতে চায় তারা। লেভাও বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন, এই মৌসুমে ক্লাবের শিরোপা জয়ের ব্যাপারে।