Ajker Patrika

টিভি স্বত্ব বেচে ২ হাজার কোটি টাকায় দল গোছাবে বার্সা

টিভি স্বত্ব বেচে ২ হাজার কোটি টাকায় দল গোছাবে বার্সা

করোনা আসার পর থেকেই দুঃসময় বয়ে বেড়াচ্ছে বার্সেলোনা। মাঠে মলিন পারফরম্যান্স, মাঠের বাইরে আর্থিক টানাপোড়েন টালমাটাল অবস্থা ক্লাবটির। 

গত মৌসুমে বার্সায় ছিলেন না বড় কোনো তারকা। লা লিগার জটিল আর্থিক নিয়ম কাঠামোর কারণে ধরে রাখতে পারেননি ক্লাবের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। তবে ক্লাবটি নতুন মৌসুম শুরু করতে চাচ্ছে শক্তিশালী স্কোয়াড সাজিয়ে। এ জন্য তারা দলবদলের বাজারে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় করতে ইচ্ছুক। 

বর্তমানে বার্সার আর্থিক অবস্থার খুবই বেহাল দশা। দলের ব্যয় কমাতে নিজেদের সেরা ফুটবলারদেরও ছেড়ে দিয়েছে তারা। তবু দলবদলের বাজারে নতুন করে খেলোয়াড় কিনতে পারছিল না। খেলোয়াড় অদলবদল আর কিছু ফ্রি খেলোয়াড় ছাড়া পছন্দের কাউকে ন্যু ক্যাম্পে আননতে পারেনি ক্লাবটি। 

লা লিগা কর্তৃপক্ষ করোনার সময় বার্সেলোনাকে সিভিসি চুক্তির প্রস্তাব দিয়েছিল। তখন ক্লাবটি এ চুক্তিতে রাজি হয়নি। সমস্যার সমাধানে এবার বাধ্য হয়ে নিজেদের টিভি স্বত্ব বিক্রি করতে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা ক্লাবের সদস্যদের কাছ থেকে ২৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করার অনুমতি নিয়ে রেখেছেন। যার মধ্যে ১০ শতাংশ ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন বিনিয়োগ প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিটের কাছে ২৫ বছরের চুক্তিতে। এই চুক্তি থেকে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় করবে এবারের দলবদলের বাজারে। 

কোচ জাভি হার্নান্দেজ এ টাকা দলবদলের বাজারে কাজে লাগাতে পারবেন বলে জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। বার্সা কিংবদন্তি দল গোছাতে নিজের পছন্দ মতো খেলোয়াড় কিনতে পারবেন। এমনকি ওসমান দেম্বেলেকেও ধরে রাখার সুযোগ পাচ্ছেন। ক্লাবটি ইতিমধ্যে রবার্ট লেভানডফস্কি, বার্নার্দো সিলভা, রাফিনহাসহ পছন্দের ফুটবলারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত