Ajker Patrika

ক্লাবের আর্থিক সংকটেও বার্সেলোনার আয় প্রায় ৮ হাজার কোটি টাকা

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৪: ০১
ক্লাবের আর্থিক সংকটেও বার্সেলোনার আয় প্রায় ৮ হাজার কোটি টাকা

আর্থিক সংকটের কারণে বার্সেলোনা প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে ছাড়তে বাধ্য হয়েছে। নতুন মৌসুম শুরুর আগে এবার ক্লাবটির পকেটে নাকি ৮ হাজার ৩৩৭ কোটি টাকা ঢুকেছে। এত অল্প সময়ে কীভাবে নিজেদের সংকট কাটিয়ে এত টাকা আয় করেছেন, তা জানিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ার্ন লাপোর্তা। গতকাল বার্সেলোনা সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ন্যূ ক্যাম্প স্টেডিয়ামে পরিচয় করিয়ে দেন রবার্ট লেভানডফস্কিকে। এ অনুষ্ঠানেই ক্লাব সভাপতি নিজেদের আয়ের বিষয়টি পরিষ্কার করেছেন।

গত মৌসুম ক্লাবটির আর্থিক সংকটের প্রভাব পড়েছিল খেলায়। তারা গত মৌসুম ফ্রি এজেন্টের ফুটবলার ছাড়া কিনতে পারেননি কোনো বড় তারকাকে। এবার গ্রীষ্মকালীন দলবদলে বড় তারকাদের ভিড়িয়েছেন দলে, যার মধ্যে লেভানডফস্কি, রাফিনহা উল্লেখযোগ্য। দলবদলের শেষ সময়ে আরও দুই-একজনকে কেনার কথাও চলছে, যার ফলে ক্লাবটির ফুটবলার কেনা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। বায়ার্ন মিউনিখের কোচ নাগালসমান তো বলে দিয়েছেন, এত টাকা বার্সেলোনা পাচ্ছে কোথা থেকে?

বার্সার সভাপতি লাপোর্তা তাঁদের আয়ের বিষয়ে বলেছেন,‘ শেষ দুই মাসে আমরা বেশ কিছু চুক্তি করেছি। সেখান থেকে ৮৩৭৭ কোটি টাকা আয় হয়েছে। আমাদের তহবিলে কোনো সমস্যা নেই। আমরা এই মৌসুমে আর্থিক লাভে শেষ করেছি।। আমাদের যা প্রয়োজন ছিল তা করেছি, আমরা আত্মবিশ্বাসী যে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারব।’

বার্সেলোনা গত দুই মাসে নিজেদের স্টুডিও, মার্চেন্ডাইজিং, টিভি স্বত্ব, ন্যু ক্যাম্প ভাড়া আর জার্সি স্পনসরশিপ বিক্রি করে বড় অঙ্কের এই অর্থ আয় করেছে। আর্থিক বিষয়ের সঙ্গে লাপোর্তা ক্লাব নিয়েও কথা বলেছেন। লেভানডফস্কিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি বলেছেন, ‘আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন, যা অনুষ্ঠানেই দেখতে পাচ্ছি। এটা এমন একটা দিন, বার্সার সমর্থকেরা ক্লাবটাকে আরও বেশি অনুভব করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত