এস্পানিওলকে গতকাল ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই নিজেদের ৩৫তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২৬ লা লিগাজয়ী বার্সেলোনার সঙ্গে রিয়ালের লিগ শিরোপার ব্যবধান এখন পরিষ্কার ৯!
বার্সার সঙ্গে শিরোপার ব্যবধানটা যেমন বড় হয়েছে, একই সঙ্গে আরেকদিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভালো একটা ধাক্কাও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা বার্সার চোখের সামনে দিয়ে এক লিগ জিতেই বড় রকমের আর্থিক পুরস্কার জিতে নিচ্ছে রিয়াল।
লিগ থেকে ক্লাবগুলোর আসল আয় মূলত টেলিভিশন সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে টেলিভিশন সম্প্রচার থেকে লা লিগা কর্তৃপক্ষের আয় হয়েছে ১.৪৪ বিলিয়ন ইউরো। প্রশাসনিক খরচ হিসেবে এই আয়ের ২ শতাংশ কেটে রাখবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
১.৪৪ বিলিয়ন ইউরোর ৫০ শতাংশ সমানভাবে লিগের ২০ দলকে ভাগ করে দেওয়া হবে। ২৫ শতাংশ দেওয়া হবে লিগে একটি ক্লাবের অবস্থা, স্টেডিয়ামের ধারণক্ষমতা, টিকিট বিক্রির পরিমাণ ও আগের পাঁচ মৌসুমে লিগের অবস্থান বিবেচনা করে। আর বাকি ২৫ শতাংশ দেওয়া হবে গত পাঁচ মৌসুমের অবস্থান বিবেচনা করে। এই ২৫ শতাংশের পরিমাণ ৩৬১ মিলিয়ন ইউরো, যা প্রতি ক্লাবকে লিগে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করে দেবে লা লিগা।
তবে চ্যাম্পিয়ন রিয়ালের জন্য এত মারপ্যাঁচ নেই। রাজকীয় নিয়ম অনুযায়ী লিগ শিরোপা জিতে ৩৬১ মিলিয়ন ইউরোর ১৭ শতাংশ বা ৬১.২ মিলিয়ন পাবে রেকর্ড ৩৫ বারের মতো লিগজয়ী রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৫৯ কোটি টাকা। ৫০ শতাংশের ভাগে কতটা পাবে রিয়াল, সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। হলে সেখান থেকেও যে বড় একটা ভাগ পাবে লস ব্লাঙ্কোসরা, তাতে কোনো সন্দেহ নেই।
এস্পানিওলকে গতকাল ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই নিজেদের ৩৫তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২৬ লা লিগাজয়ী বার্সেলোনার সঙ্গে রিয়ালের লিগ শিরোপার ব্যবধান এখন পরিষ্কার ৯!
বার্সার সঙ্গে শিরোপার ব্যবধানটা যেমন বড় হয়েছে, একই সঙ্গে আরেকদিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভালো একটা ধাক্কাও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা বার্সার চোখের সামনে দিয়ে এক লিগ জিতেই বড় রকমের আর্থিক পুরস্কার জিতে নিচ্ছে রিয়াল।
লিগ থেকে ক্লাবগুলোর আসল আয় মূলত টেলিভিশন সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে টেলিভিশন সম্প্রচার থেকে লা লিগা কর্তৃপক্ষের আয় হয়েছে ১.৪৪ বিলিয়ন ইউরো। প্রশাসনিক খরচ হিসেবে এই আয়ের ২ শতাংশ কেটে রাখবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
১.৪৪ বিলিয়ন ইউরোর ৫০ শতাংশ সমানভাবে লিগের ২০ দলকে ভাগ করে দেওয়া হবে। ২৫ শতাংশ দেওয়া হবে লিগে একটি ক্লাবের অবস্থা, স্টেডিয়ামের ধারণক্ষমতা, টিকিট বিক্রির পরিমাণ ও আগের পাঁচ মৌসুমে লিগের অবস্থান বিবেচনা করে। আর বাকি ২৫ শতাংশ দেওয়া হবে গত পাঁচ মৌসুমের অবস্থান বিবেচনা করে। এই ২৫ শতাংশের পরিমাণ ৩৬১ মিলিয়ন ইউরো, যা প্রতি ক্লাবকে লিগে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করে দেবে লা লিগা।
তবে চ্যাম্পিয়ন রিয়ালের জন্য এত মারপ্যাঁচ নেই। রাজকীয় নিয়ম অনুযায়ী লিগ শিরোপা জিতে ৩৬১ মিলিয়ন ইউরোর ১৭ শতাংশ বা ৬১.২ মিলিয়ন পাবে রেকর্ড ৩৫ বারের মতো লিগজয়ী রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৫৯ কোটি টাকা। ৫০ শতাংশের ভাগে কতটা পাবে রিয়াল, সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। হলে সেখান থেকেও যে বড় একটা ভাগ পাবে লস ব্লাঙ্কোসরা, তাতে কোনো সন্দেহ নেই।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১০ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৪ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে