এস্পানিওলকে গতকাল ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই নিজেদের ৩৫তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২৬ লা লিগাজয়ী বার্সেলোনার সঙ্গে রিয়ালের লিগ শিরোপার ব্যবধান এখন পরিষ্কার ৯!
বার্সার সঙ্গে শিরোপার ব্যবধানটা যেমন বড় হয়েছে, একই সঙ্গে আরেকদিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভালো একটা ধাক্কাও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা বার্সার চোখের সামনে দিয়ে এক লিগ জিতেই বড় রকমের আর্থিক পুরস্কার জিতে নিচ্ছে রিয়াল।
লিগ থেকে ক্লাবগুলোর আসল আয় মূলত টেলিভিশন সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে টেলিভিশন সম্প্রচার থেকে লা লিগা কর্তৃপক্ষের আয় হয়েছে ১.৪৪ বিলিয়ন ইউরো। প্রশাসনিক খরচ হিসেবে এই আয়ের ২ শতাংশ কেটে রাখবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
১.৪৪ বিলিয়ন ইউরোর ৫০ শতাংশ সমানভাবে লিগের ২০ দলকে ভাগ করে দেওয়া হবে। ২৫ শতাংশ দেওয়া হবে লিগে একটি ক্লাবের অবস্থা, স্টেডিয়ামের ধারণক্ষমতা, টিকিট বিক্রির পরিমাণ ও আগের পাঁচ মৌসুমে লিগের অবস্থান বিবেচনা করে। আর বাকি ২৫ শতাংশ দেওয়া হবে গত পাঁচ মৌসুমের অবস্থান বিবেচনা করে। এই ২৫ শতাংশের পরিমাণ ৩৬১ মিলিয়ন ইউরো, যা প্রতি ক্লাবকে লিগে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করে দেবে লা লিগা।
তবে চ্যাম্পিয়ন রিয়ালের জন্য এত মারপ্যাঁচ নেই। রাজকীয় নিয়ম অনুযায়ী লিগ শিরোপা জিতে ৩৬১ মিলিয়ন ইউরোর ১৭ শতাংশ বা ৬১.২ মিলিয়ন পাবে রেকর্ড ৩৫ বারের মতো লিগজয়ী রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৫৯ কোটি টাকা। ৫০ শতাংশের ভাগে কতটা পাবে রিয়াল, সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। হলে সেখান থেকেও যে বড় একটা ভাগ পাবে লস ব্লাঙ্কোসরা, তাতে কোনো সন্দেহ নেই।
এস্পানিওলকে গতকাল ৪-০ গোলে হারিয়ে চার ম্যাচ আগেই নিজেদের ৩৫তম লা লিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ২৬ লা লিগাজয়ী বার্সেলোনার সঙ্গে রিয়ালের লিগ শিরোপার ব্যবধান এখন পরিষ্কার ৯!
বার্সার সঙ্গে শিরোপার ব্যবধানটা যেমন বড় হয়েছে, একই সঙ্গে আরেকদিক থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভালো একটা ধাক্কাও দিয়েছে লস ব্লাঙ্কোসরা। আর্থিক সমস্যায় ধুঁকতে থাকা বার্সার চোখের সামনে দিয়ে এক লিগ জিতেই বড় রকমের আর্থিক পুরস্কার জিতে নিচ্ছে রিয়াল।
লিগ থেকে ক্লাবগুলোর আসল আয় মূলত টেলিভিশন সম্প্রচার স্বত্ব। গত মৌসুমে টেলিভিশন সম্প্রচার থেকে লা লিগা কর্তৃপক্ষের আয় হয়েছে ১.৪৪ বিলিয়ন ইউরো। প্রশাসনিক খরচ হিসেবে এই আয়ের ২ শতাংশ কেটে রাখবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
১.৪৪ বিলিয়ন ইউরোর ৫০ শতাংশ সমানভাবে লিগের ২০ দলকে ভাগ করে দেওয়া হবে। ২৫ শতাংশ দেওয়া হবে লিগে একটি ক্লাবের অবস্থা, স্টেডিয়ামের ধারণক্ষমতা, টিকিট বিক্রির পরিমাণ ও আগের পাঁচ মৌসুমে লিগের অবস্থান বিবেচনা করে। আর বাকি ২৫ শতাংশ দেওয়া হবে গত পাঁচ মৌসুমের অবস্থান বিবেচনা করে। এই ২৫ শতাংশের পরিমাণ ৩৬১ মিলিয়ন ইউরো, যা প্রতি ক্লাবকে লিগে তাদের অবস্থান অনুযায়ী ভাগ করে দেবে লা লিগা।
তবে চ্যাম্পিয়ন রিয়ালের জন্য এত মারপ্যাঁচ নেই। রাজকীয় নিয়ম অনুযায়ী লিগ শিরোপা জিতে ৩৬১ মিলিয়ন ইউরোর ১৭ শতাংশ বা ৬১.২ মিলিয়ন পাবে রেকর্ড ৩৫ বারের মতো লিগজয়ী রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৫৯ কোটি টাকা। ৫০ শতাংশের ভাগে কতটা পাবে রিয়াল, সেটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। হলে সেখান থেকেও যে বড় একটা ভাগ পাবে লস ব্লাঙ্কোসরা, তাতে কোনো সন্দেহ নেই।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৭ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে