Ajker Patrika

বিশ্বকাপজয়ী ফরাসি তারকার অন্যরকম এক ‘সেঞ্চুরি’ 

বিশ্বকাপজয়ী ফরাসি তারকার অন্যরকম এক ‘সেঞ্চুরি’ 

ক্লাব ফুটবলে ডাবল সেঞ্চুরি তো কবেই করে ফেলেছেন আঁতোয়া গ্রিজমান।এমনকি লা-লিগাতেও করে ফেলেছেন গোলের সেঞ্চুরি। তবে গতকাল অন্যরকম এক সেঞ্চুরি করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।  

গতকাল সান মিমিজে অ্যাথলেটিক বিলবাও-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই গোলের দেখা পায় আতলেতিকো। ৪৭ মিনিটে  আলভারো মোরাতার পাস থেকে গোল করেন  গ্রিজমান। তাতে আতলেতিকোর হয়ে লা-লিগায় ১০০তম গোল করলেন ফরাসি এই ফরোয়ার্ড। ফরাসি ফরোয়ার্ডের রেকর্ডের রাতে বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো।  

এখন পর্যন্ত ক্লাব ফুটবলে তিনটা ক্লাবের হয়ে খেলেছেন গ্রিজমান। আর তিনটাই স্প্যানিশ ক্লাব। ক্লাবগুলো হচ্ছে: রিয়াল সোসিয়াদাদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ।  তিন ক্লাব মিলিয়ে ৬১০ ম্যাচে করেছেন ২৩২ গোল।  সবচেয়ে বেশি গোল করেছেন আতলেতিকোর জার্সিতে।  ৩০৬ ম্যাচে করেছেন ১৪৫ গোল।  সোসিয়াদাদের হয়ে ২০২ ম্যাচে করেন ৫২ গোল। আর বার্সার হয়ে ১০২ ম্যাচে করেন ৩৫ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত