Ajker Patrika

ভিনিসিউসকে ফাউল করে নিষিদ্ধ ব্রাজিলিয়ান ডিফেন্ডার

ভিনিসিউসকে ফাউল করে নিষিদ্ধ ব্রাজিলিয়ান ডিফেন্ডার

বাজে ফাউলের শাস্তি কেমন হয় তা বুঝতে পারলেন গ্যাব্রিয়েল পাউলিস্তা। ভিনিসিউস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড তো দেখেছেনই। একই সঙ্গে পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

গত পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচের ৭২ মিনিটে ভিনিসিউসের পায়ে সজোরে লাথি মারেন পাউলিস্তা। রেফারি সরাসরি লাল কার্ড দেখান। সঙ্গে সঙ্গে পাউলিস্তার সতীর্থরা এসে জড়ো হন রেফারির কাছে। লাল কার্ড পাওয়ার সঙ্গে লা লিগায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। আগামীকাল মন্টিলভি স্টেডিয়ামে লা-লিগায় জিরোনার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। আর মেস্তায়ায় ১২ ফেব্রুয়ারী ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।

ভিনিসিউসকে ফাউল করার পর ক্ষমাও চেয়েছেন পাউলিস্তা। ব্রাজিলিয়ান এই সেন্টারব্যাক তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি সমালোচনা এবং লাল কার্ড মেনে নিচ্ছি। ভিনিসিউসকে সম্মান করি। তাকে আঘাত করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না।’

এই মৌসুমে ১৯ ম্যাচে ৫ জয়, ৫ ড্র ও ৯ পরাজয়ে ২০ পয়েন্ট নিয়ে লা লিগায় ১৪ নম্বরে আছে ভ্যালেন্সিয়া। আর ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত