ভিয়ারিয়ালকে হারিয়েও চিন্তিত জাভি
এই মৌসুমে বেশ দাপট দেখিয়ে খেলছে বার্সেলোনা। লা লিগা, সুপার কাপ, কোপা দেল রে-সব প্রতিযোগিতাতেই বার্সার জয়জয়কার। এল মাদ্রিগালে লা লিগায় গতকাল ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ জিতেও চিন্তিত বার্সা কোচ জাভি হার্নান্দেজ।